সাপ্তাহিক লেনদেনের ২৮ শতাংশই ব্যাংকের কব্জায়
গেল সপ্তাহে (২৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্যাংক খাতের কোম্পানিগুলোর শেয়ারের। এতে খাতটি লেনদেনের শীর্ষে অবস্থান করেছে। পরের অবস্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত। এরপরেই বস্ত্র খাত।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, গেল সপ্তাহে লেনদেন হয়েছে দুই হাজার ১৩১ কোটি ৯ লাখ টাকা। দৈনিক গড় লেনদেন ছিল ৪২৬ কোটি ২২ লাখ টাকা। এর মধ্যে ব্যাংক খাতের ৩৬ প্রতিষ্ঠানে লেনদেন হয়েছে ৬০৭ কোটি ৬৪ লাখ টাকা। দৈনিক গড় লেনদেন হয়েছে ১২১ কোটি ৫২ লাখ টাকা। যা ডিএসইর মোট লেনদনের ২৮ দশমিক ৫৩ শতাংশ একাই করেছে ব্যাংক খাত। এই পরিমাণ লেনদেনে খাতটি শীর্ষ অবস্থানে উঠে এসেছে।
লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত। লেনদেন হয়েছে ৩০৬ কোটি ১৯ লাখ টাকার শেয়ার। যা মোট লেনদেনের ১৪ দশমিক ৩৮ শতাংশ। পরের অবস্থানে জ্বালানি ও শক্তি খাত। লেনদেন হয়েছে ১৪৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার। যা মোট লেনদেনের ছয় দশমিক ৮৭ শতাংশ। বস্ত্র খাতে লেনদেন হয়েছে ১৩৫ কোটি ৬৮ লাখ টাকা শেয়ার। যা মোট লেনদেনের ছয় দশমিক ৩৭ শতাংশ। টেলিকম খাতে লেনদেন হয়েছে ১২৮ কোটি ৩১ লাখ টাকার শেয়ার। যা মোট লেনদেন ছয় দশমিক শূন্য দুই শতাংশ।
এছাড়া ডিএসইর মোট লেনদেনের মধ্যে খাদ্য ও আনুষঙ্গিক খাতে পাঁচ দশমিক ৪৩ শতাংশ, আইটি খাতে চার দশমিক ৮৭ শতাংশ , প্রকৌশল খাতে চার দশমিক ৫৭ শতাংশ, জীবন বিমা খাতে ৩ দশমিক ৬৯ শতাংশ, পাট খাতে তিন দশমিক শূন্য ৯ শতাংশ, বিবিধ খাতে দুই দশমিক ৮৭ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে দুই দশমিক ৭৬ শতাংশ, নন ব্যাংক আর্থিক খাতে দুই দশমিক শূন্য আট শতাংশ, সাধারণ বিমা খাতে এক দশমিক ৮৫ শতাংশ, মিউচুয়াল ফান্ড খাতে এক দশমিক ৮৪ শতাংশ, পেপার এন্ড প্রিন্টিং খাতে এক দশমিক ২২ শতাংশ, চামড়া খাতে এক দশমিক ২১ শতাংশ, সেবা ও আবাসন খাতে দশমিক ৮১ শতাংশ, সিমেন্ট খাতে দশমিক ৮০ শতাংশ, সিরামিক খাতে দশমিক ৭০ শতাংশ, করপোরেট বন্ড খাতে দশমিক শূন্য পাঁচ শতাংশ হয়েছে।