৩২৪ টাকা কমে লিন্ডে পতনের শীর্ষে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিন্ডে বাংলাদেশের গত সপ্তাহে (রোববার থেকে বৃহস্পতিবার) শেয়ার প্রতি দর কমেছে ৩২৪ টাকা। এতে সপ্তাহটিতে কোম্পানিটির শেয়ার লুজারের শীর্ষে উঠে এসেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) ন্যাশনাল টির শেয়ারের সমাপনী দর দাঁড়ায় এক হাজার ৯ টাকা ৩০ পয়সা। যা আগের সপ্তাহের একই দিনে (২৬ সেপ্টেম্বর) ছিল এক হাজার ৩৩৩ টাকা ২০ পয়সা। এক সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার প্রতি দর কমেছে ৩২৩ টাকা ৯০ পয়সা বা ২৪ দশমিক ২৯ শতাংশ।
১৯৭৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় লিন্ডে বাংলাদেশ। ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১৫ কোটি ২১ লাখ ৮০ হাজার টাকা। শেয়ার সংখ্যা এক কোটি ৫২ লাখ ১৮ হাজার ২৮০টি। রিজার্ভে রয়েছে ৫৭৮ কোটি ২০ লাখ টাকা। কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকরা ৬০ শতাংশ শেয়ার ধারণ করেছে। এছাড়া প্রাতিষ্ঠানিক পরিচালকরা ২৯ দশমিক ৩০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীরা ১০ দশমিক ৭০ শতাংশ শেয়ার ধারণ করেছে।
গেল সপ্তাহে দর কমার তালিকায় অন্য কোম্পানিগুলোর মধ্যে কাট্রালি টেক্সটাইলের (‘এ’ ক্যাটাগরি) ২২ দশমিক ৩০ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের (‘জেড’ ক্যাটাগরি) ১৮ দশমিক ৬০ শতাংশ, বে-লিজিংয়ের (‘জেড’ ক্যাটাগরি) ১৮ দশমিক ৪৮ শতাংশ, ওয়ের্স্টান মেরিনের (‘জেড’ ক্যাটাগরি) ১৭ দশমিক ৯৫ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মার (‘জেড’ ক্যাটাগরি) ১৭ দশমিক ৯২ শতাংশ, অ্যাসোসিয়েটেড অক্সিজেনের (‘জেড’ ক্যাটাগরি) ১৭ দশমিক ৭৫ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের (‘জেড’ ক্যাটাগরি) ১৭ দশমিক ৩৯ শতাংশ, ন্যাশনাল টির (‘জেড’ ক্যাটাগরি) ১৭ দশমিক ১২ শতাংশ এবং ফরচুন সুজের (‘জেড’ ক্যাটাগরি) ১৬ দশমিক ৬৭ শতাংশের দরপতন হয়।