৮০ মিনিটে লেনদেন ১১৩ কোটি টাকা, প্রধান সূচকে উত্থান
প্রধান সূচক উত্থানে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ রোববার (৬ অক্টোবর) শুরুর প্রথম এক ঘণ্টা ২০মিনিটে, অর্থাৎ বেলা ১১টা ২০মিনিটে লেনদেন হয়েছে ১১৩ কোটি ১৮ লাখ টাকার শেয়ার। আলোচিত সময়ে লেনদেনে অংশ নেওয়া ৬৪ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, লেনদেন শুরুতে ডিএসইতে শেয়ার ক্রেতার চাপ বাড়ে। এতে লেনদেনের প্রথম ১০ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ৩২ পয়েন্ট। তখন ডিএসইএক্স সূচক অবস্থান করেছিল পাঁচ হাজার ৪৯৪ পয়েন্টে। সেই সূচকের উত্থান গতি পরে কমে আসে। লেনদেনের শুরুর প্রথম ৮০মিনিটে সূচক ডিএসইএক্স দুই দশমিক ৪৫ পয়েন্ট উত্থান হয়ে দাঁড়ায় পাঁচ হাজার ৪৬৫ দশমিক শূন্য তিন পয়েন্টে।
আলোচিত সময় ডিএস-৩০ সূচক দুই দশমিক শূন্য পাঁচ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯৯২ দশমিক ৯০ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক দুই দশমিক ৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২১৮ দশমিক ৯১ পয়েন্টে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৩৫টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ারদর।
আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংকের শেয়ার। লেনদেন করেছে আট কোটি ৪৬ কোটি টাকা। এছাড়া টেকনো ড্রাগসের সাত কোটি ৫১ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংকের সাত কোটি ২০ লাখ টাকা, অগ্নি সিস্টেমসের তিন কোটি ৬৪ লাখ টাকা, ওরিয়ন ফার্মার তিন কোটি ৫৪ লাখ টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংকের তিন কোটি ৩৭ লাখ টাকা, ইবনে সিনার তিন কোটি ১১ লাখ টাকা, শাহজালাল ব্যাংকের তিন কোটি ছয় লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের দুই কোটি ৫৭ লাখ টাকা এবং গ্রামীণফোনের দুই কোটি ৪৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।