মন্দায় পুঁজিবাজার, ৭৩ শতাংশ কোম্পানির দরপতন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক পতনে শেষ হয়েছে আজ সোমবারের (৭ অক্টোবর) লেনদেন। একদিনের ব্যবধানে আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে পাঁচ হাজার ২৪৪ কোটি টাকা। এদিন লেনদেনে অংশ নেওয়া ৭২ দশমিক ৭৩ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। গত রোববারের তুলনায় আজ কমেছে লেনদেনের পরিমাণ। লেনদেন ৩৬৬ কোটি টাকার ঘরে চলে এসেছে।
ডিএসইর সূত্রে জানা গেছে, আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩৬৬ কোটি ৫৫ লাখ টাকা। আগের কর্মদিবস রোববার লেনদেন ছিল ৩৬৮ কোটি ১৮ লাখ টাকা। এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৬১ হাজার ৩৮৬ কোটি ৩৬ লাখ টাকা। আগের কর্মদিবস রোববার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৬৬ হাজার ৬৩০ কোটি ২৮ লাখ টাকা।
সূচক ডিএসইএক্স ৪৩ দশমিক ৭২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৩৩৫ দশমিক শূন্য পাঁচ পয়েন্টে। ডিএসইএস সূচক এক দশমিক ৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৮৯ দশমিক ৩৮ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ২২ দশমিক শূন্য আট পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯৪২ দশমিক ২২ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৫৩টির ও কমেছে ২৮৮টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৫৫টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ৩৫ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষে ওঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে অগ্নি সিস্টেমসের ২৩ কোটি ৫৪ লাখ টাকা, ইসলামী ব্যাংকের ১৫ কোটি ৪৪ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ১৪ কোটি ৩০ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ১৪ কোটি ২৫ লাখ টাকা, গ্রামীণফোনের ১১ কোটি ৪৫ লাখ টাকা, স্কয়ার ফার্মার ১০ কোটি ৭০ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের সাত কোটি আট লাখ টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংকের ছয় কোটি ৫৫ লাখ টাকা এবং ইবনে সিনার ছয় কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল টির শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে আট দশমিক ৭৪ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংকের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে চার দশমিক ৬৯ শতাংশ।