৭৭ শতাংশ কোম্পানির দর উত্থান, সূচক বাড়ল ৬৮ পয়েন্ট
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ মঙ্গলবার (২২ অক্টোবর)। একদিনের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বাড়ল ৬৮ পয়েন্ট। আলোচিত এদিন লেনদেনে অংশ নেওয়া ৭৭ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। আগের কর্মদিবস সোমবারের তুলনায় এদিন বাজারে মূলধন বেড়েছে তিন হাজার ৯৪ কোটি টাকা। লেনদেন বেড়ে আজ ৩৫৮ কোটি টাকার ঘরে চলে এসেছে।
অনুসন্ধানে জানা যায়, গত ৮ আগস্ট লেনদেন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ৯২৪ পয়েন্ট। কিন্তু আজ রোববার সূচক ডিএসইএক্স দাঁড়িয়েছে পাঁচ হাজার ১৬০ পয়েন্টে। এই সময়ে ডিএসইএক্স কমেছে ৭৬৪ পয়েন্ট। গত ৮ আগস্ট ডিএসইতে লেনদেন হয়েছিল এক হাজার ৬০৬ কোটি টাকা। সেই লেনদেন কমে আজ দাঁড়িয়েছে সাড়ে তিনশ কোটি টাকায়।
অপরদিক গত ৪ আগস্ট ডিএসইতে লেনদেন হয়েছিল ২০৭ কোটি ৮৩ লাখ টাকা। যেখানে গত মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছিল ২৯৬ কোটি ৩৪ লাখ টাকা। গত মঙ্গলবারের এই ধরনের লেনদেন গত দুই মাস ১৩ দিনের মধ্যে এটি সর্বনিম্ন ছিল। সেখান থেকে কিছুটা বেড়ে গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩০৬ কোটি টাকা। সেখান থেকে আরও বেড়ে আজ লেনদেন ছাড়িয়েছে ৩৫৮ কোটি টাকা।
জানা যায়, আজ পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৬৬ হাজার ৬২ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার। যা আগের কর্মদিবস সোমবার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৬২ হাজার ৯৬৮ কোটি ২৪ লাখ টাকার শেয়ার। আজ সূচক ডিএসইএক্স ৬৮ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ২৪১ দশমিক ৭৭ পয়েন্টে। আগের কর্মদিবস সোমবার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ১৭৩ দশমিক ১১ পয়েন্টে।
আজ ডিএসইএস সূচক ১৭ দশমিক শূন্য তিন পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৭৪ দশমিক শূন্য দুই পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক ২০ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯২৪ দশমিক ৩৩ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৩০৬টির বা ৭৭ দশমিক ৪৭ শতাংশ ও কমেছে ৫৫টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৩৪টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইবনে সিনার শেয়ার। কোম্পানিটির ২৫ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে স্কয়ার ফার্মার ১৯ কোটি ৭৭ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ১৮ কোটি পাঁচ লাখ টাকা, অগ্নি সিস্টেমসের ১৪ কোটি ৯৭ লাখ টাকা, এনআরবি ব্যাংকের ১০ কোটি ৭০ লাখ টাকা, ইসলামী ব্যাংকের ৯ কোটি ৬৩ লাখ টাকা, টেকনো ড্রাগসের ৯ কোটি ২১ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংকের আট কোটি পাঁচ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ছয় কোটি ৬৭ লাখ টাকা এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের পাঁচ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে আট দশমিক ৭২ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সে শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।