৭০ মিনিটে লেনদেন ৯৭ কোটি টাকা, পতনে ডিএসইএক্স
প্রধান সূচক ডিএসইএক্স পতনে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ বুধবার (২২ অক্টোবর) শুরুর প্রথম এক ঘণ্টা ১০ মিনিটে, অর্থাৎ বেলা ১১টা ১০ মিনিটে লেনদেন হয়েছে ৯৭ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার। আলোচিত সময়ে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর পতন হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, লেনদেন শুরুতে ডিএসইতে শেয়ারে ক্রেতার চাপ বাড়ে। এতে লেনদেনের প্রথম সাত মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয়েছিল ২৫ পয়েন্ট। তখন ডিএসইএক্স সূচক অবস্থান করেছিল পাঁচ হাজার ২৬৬ পয়েন্টে। বেলা বাড়ায় সেই সূচকের উত্থান গতি পরে কমে আসে। একপর্যায়ে প্রধান সূচক পতনে নেমে আসে। লেনদেনের শুরুর প্রথম ৭০ মিনিটে সূচক ডিএসইএক্স ছয় দশমিক ৩৬ পয়েন্ট পতন হয়ে দাঁড়ায় পাঁচ হাজার ২৩৫ দশমিক ৪১ পয়েন্টে।
আলোচিত সময় ডিএস৩০ সূচক ৯ দশমিক ৯০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯১৪ দশমিক ৪২ পয়েন্টে। তবে ডিএসইএস সূচক দুই দশমিক ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৭৬ দশমিক ১৯ পয়েন্টে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বেড়েছে ১০৩টির, কমেছে ২০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১টি কোম্পানির শেয়ারদর।
আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংকের শেয়ার। লেনদেন করেছে সাত কোটি ২২ লাখ টাকা। এ ছাড়া টেকনো ড্রাগসের চার কোটি ৪০ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের চার কোটি ৩৫ লাখ টাকা, অগ্নি সিস্টেমসের তিন কোটি ৪৩ লাখ টাকা, এনআরবি ব্যাংকের তিন কোটি ১৯ লাখ টাকা, ইউনাইটেড ফাইন্যান্সের তিন কোটি ছয় লাখ টাকা, ফার ইস্ট নিটিংয়ের দুই কোটি ৫২ লাখ টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংকের দুই কোটি ৩১ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের দুই কোটি ২৬ লাখ টাকা এবং গ্রামীণফোনের দুই কোটি এক লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।