পতনে সূচক, কমেছে লেনদেন ও মূলধন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ রোববার (১৭ নভেম্বর)। একদিনের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২৭ পয়েন্ট। আলোচিত এদিনে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। আগের কর্মদিবস বৃহস্পতিবারের তুলনায় এদিন বাজারে মূলধনের পরিমাণ কমেছে এক হাজার ২৭২ কোটি টাকা। লেনদেন কমে আজ ৫০৫ কোটি টাকায় অবস্থান করেছে।
অনুসন্ধানে জানা যায়, গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৫৭৬ কোটি ৩৩ লাখ টাকা। আজ লেনদেন হয়েছে ৫০৫ কোটি ৯৭ লাখ টাকা। এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৭৩ হাজার ৪০৭ কোটি দুই লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস বৃহস্পতিবার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৭৪ হাজার ৬৭৮ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার।
আজ প্রধান সূচক ডিএসইএক্স ২৬ দশমিক ৯৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৩২৮ দশমিক ৩২ পয়েন্টে। আগের কর্মদিবস বৃহস্পতিবার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ৩৫৫ দশমিক ৩২ পয়েন্টে। আজ ডিএস৩০ সূচক ৯ দশমিক ৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯৭৬ দশমিক ৯১ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক ছয় দশমিক ৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৮২ দশমিক ৯৫ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৮৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৫০টির ও কমেছে ১৮৫টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৪৮টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফারইস্ট নিটিংয়ের শেয়ার। কোম্পানিটির ২০ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ শিপিং করপোরেশনের ১৬ কোটি ছয় লাখ টাকা, সান লাইফ ইন্স্যুরেন্সের ১২ কোটি ৯০ লাখ টাকা, বেক্সিমকো ফার্মার ১০ কোটি ৯০ লাখ টাকা, ইসলামী ব্যাংকের ১০ কোটি ৩১ লাখ টাকা, আইটিসির ৯ কোটি ৩৫ লাখ টাকা, অগ্নি সিস্টেমসের ৯ কোটি ১৬ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের আট কোটি ৬৬ লাখ টাকা, গ্রামীণফোনের আট কোটি ২২ লাখ টাকা এবং ওরিয়ন ফার্মার আট কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ওয়েস্টার্ন মেরিনের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক শূন্য ৯ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে স্টাইল ক্রাফটের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।