সব ধরনের সূচক পতনে, লেনদেন ৩০৪ কোটি টাকা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ বুধবার (১১ ডিসেম্বর)। একদিনের ব্যবধানে প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৪২ পয়েন্ট। এদিন লেনদেনে অংশ নেওয়া ৭৩ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। আগের কর্মদিবস মঙ্গলবারের তুলনায় এদিন বাজারে মূলধনের পরিমাণ কমেছে আট হাজার ৪৮৩ কোটি টাকা। লেনদেন কমে আজ ৩০৪ কোটি টাকার ঘরে অবস্থান করেছে।
জানা যায়, গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩৮৩ কোটি চার লাখ টাকা। আজ লেনদেন হয়েছে ৩০৪ কোটি ২৩ লাখ টাকা। এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৫৩ হাজার ৩৫৭ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস মঙ্গলবার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৬১ হাজার ৮৪০ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার।
আজ প্রধান সূচক ডিএসইএক্স ৪২ দশমিক ৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ১২৪ দশমিক ৪৯ পয়েন্টে। আগের কর্মদিবস মঙ্গলবার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ১৬৬ দশমিক ৮৩ পয়েন্টে। আজ ডিএসইএস সূচক ১২ দশমিক ৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৪২ দশমিক ১০ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ১৪ দশমিক ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৮৯ দশমিক ৪২ পয়েন্টে।
ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৫০টির ও কমেছে ২৯১টির বা ৭২ দশমিক ৯৩ শতাংশ। শেয়ার দর পরিবর্তন হয়নি ৫৮টির। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবের শেয়ার। কোম্পানিটির ১১ কোটি ৭২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকো ফার্মার ৯ কোটি ৮৪ লাখ টাকা, ড্রাগন সোয়েটারের আট কোটি ৯৭ লাখ টাকা, ওরিয়ন ফার্মার আট কোটি ৭০ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের আট কোটি ১৪ লাখ টাকা, সায়হাম কটনের সাত কোটি আট লাখ টাকা, ইসলামী ব্যাংকের পাঁচ কোটি ৯৩ লাখ টাকা, এনআরবি ব্যাংকের পাঁচ কোটি ৫২ লাখ টাকা, ইন্ট্রাকোর পাঁচ কোটি ২৪ লাখ টাকা এবং লাভেলো আইসক্রিমের পাঁচ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ৯৯ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এইচ আর টেক্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ছয় দশমিক ৬২ শতাংশ।