অথচ কোহলির দাবি, ছন্দ ঠিকই রয়েছে!
আগামী ২৮ আগস্ট এশিয়া কাপের অভিযান শুরু করবে ভারত। প্রতিপক্ষ পাকিস্তান। এই আসরে সবার চোখ থাকবে বিরাট কোহলির দিকে। সাম্প্রতিক সময় সাবেক ভারতীয় অধিনায়কের ব্যাটে ধারাবাহিকতা নেই।
২০১৯ সালের নভেম্বর থেকে সাফল্য পাচ্ছেন না কোহলি। ইংল্যান্ড সফরে তিন ফরম্যাটেই বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি জিম্বাবুয়ে সফরে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে এশিয়া কাপে খেলবেন।
স্টার স্পোর্টসের উদ্ধৃতি দিয়ে ক্রিকবাজ জানিয়েছে, ফর্ম ফিরে পেতে কোহলি খুব চেষ্টা করছেন। এই এশিয়া কাপে তিনি ভালো করতে আশাবাদী।
এ ব্যাপারে কোহলি বলেন, ‘আমি জানি কী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, সেটি কাটিয়ে উঠব আমার বিশ্বাস। তবে আমি ভালো ব্যাটিং করতে পারছি না, এটি ঠিক নয়। আমি ব্যাটিং ভালোই করছি, বড় রান আসছে না, এটাই বিষয়!’
ভারতীয় সাবেক অধিনায়ক আরও বলেন, ‘ইংল্যান্ড সফরে সবটা যে খারাপ হয়েছে সেটা বলব না। আমি মনে করি, আমার ছন্দ ঠিকই রয়েছে। যোগ্যতা না থাকলে আন্তর্জাতিক কেরিয়ার এতদূর টেনে নিয়ে যাওয়া যায় না।’
সংযুক্ত আরব আমিরাতে ২৭ আগস্ট এশিয়া কাপ শুরু হবে, ফাইনাল হবে ১১ সেপ্টেম্বর।