অধিনায়ক হিসেবে সোহান যোগ্য, মত সাকিবের
আসন্ন জিম্বাবুয়ে সিরিজে টি-টোয়েন্টিতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। অনেকটা হঠাৎ করেই এ দায়িত্ব পেয়েছেন তিনি। তাতে অবাক হয়েছেন ক্রিকেট ভক্তরাও। তবে দলের অভিজ্ঞ তারকা সাকিব আল হাসান মনে করেন, অধিনায়ক হিসেবে যোগ্য নুরুল হাসান সোহান।
টানা ব্যর্থতার কারণে জিম্বাবুয়ের বিপক্ষে মাহমুদউল্লাহকে রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্রামের আদতে বিসিবি মাহমুদউল্লাহকে সরিয়ে দিয়েছেই বলা চলে। আর সেই কারণেই বাংলাদেশের দায়িত্ব পেয়েছেন নুরুল হাসান সোহান।
সোহানকে দায়িত্ব দেওয়া প্রসঙ্গে সাকিব এক অনুষ্ঠানে বলেছেন, ‘আমি তো মনে করি সোহান যোগ্য। বিসিবি মনে করেছে সে ভবিষ্যতে বাংলাদেশকে অনেক কিছু দিতে পারবে, এজন্য ওকে অধিনায়কত্ব দিয়েছে। আমি ওকে শুভ কামনা জানাচ্ছি। আশা করি জিম্বাবুয়ে সিরিজ ওর জন্য ভালো একটা চ্যালেঞ্জ হবে এবং সেই চ্যালেঞ্জটা সে উতরে যেতে পারবে।’
সোহানকে এক সিরিজের জন্য অধিনায়ক করা হলেও টি-টোয়েন্টিতে অধিনায়ক হবেন সাকিব। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের কাঁধেই দায়িত্ব ওঠার কথা। সেক্ষেত্রে সোহানকে করা হতে পারে সাকিবের ডেপুটি। তাই হয়তো আগে থেকেই সোহানকে পরখ করে নিচ্ছে ক্রিকেট বোর্ড।
এদিকে নেতৃত্ব পাওয়ার পর আজই প্রথম সংবাদ সম্মেলনে হাজির হলেন উইকেটকিপার এই ব্যাটার। সেখানেই জানালেন সিরিজ ও নতুন দায়িত্ব নিয়ে নিজের ভাবনার কথা।
সোহানের ভাষায়, ‘এটা (অধিনায়কত্ব) নিয়ে বেশি চিন্তা করার কিছু নাই। আমি নরমাল থাকারই চেষ্টা করছি। অবশ্যই এটা গর্বের ব্যাপার তবে রোমাঞ্চের কিছু নাই। এটা অবশ্যই বড় চ্যালেঞ্জ আবার জন্য, যেটা আমি উপভোগ করতে চাই। আমি জানি, এটা গর্বের একটা ব্যাপার। তবে সামনে যে চ্যালেঞ্জ আছে এটা নিয়ে চিন্তাভাবনা করছি। খুব বেশি রোমাঞ্চিত হওয়ার সুযোগ নেই। দল হিসেবে এবং নিজের সেরাটা দেওয়াই মূল লক্ষ্য।’