অনুশীলনে ফেরা সাকিবের মুখে ক্লান্তির ছাপ!
২৪ ঘণ্টা আগেই বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নেতৃত্বের ভার পান সাকিব আল হাসান। দায়িত্ব পাওয়ার পর দিনই সাকিব ফিরলেন অনুশীলনে। দলীয় অনুশীলন না থাকলেও আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে একাই অনুশীলনে নেমে পড়লেন তিনি। তবে প্রথম দিনের অনুশীলনে তাঁর চোখে-মুখে দেখা গেছে ক্লান্তির ছাপ!
এর পেছনে অবশ্য কারণ আছে বেশ। ওয়েস্ট ইন্ডিজ সফরের পর থেকেই ছুটিতে ছিলেন সাকিব। প্রায় এক মাসের বেশি সময় মাঠের বাইরে থাকাতে স্বাভাবিকভাবেই একটু ফিটনেসে ঘাটতি দেখা দিয়েছে। সেই ঘাটতি দূর করতেই সবার আগে মাঠের অনুশীলনে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
আজ রোববার সকাল ১০টা নাগাদ মিরপুর শেরেবাংলায় হাজির হন সাকিব। মাঠে পা দিয়ে প্রথমেই জিম সেশন সেরে নেন। এরপর কিছুক্ষণ দৌড়ান। তবে রানিং সেশনে কিছুটা ক্লান্ত মনে হয়েছে তাঁকে। জিম আর রানিং করেই প্রথম দিন কাটে তাঁর।
সাকিব ছুটিতে থাকলেও বেশ সময় ট্রাভেল করতে হয়। কারণ তাঁর পরিবার থাকে সুদূর যুক্তরাষ্ট্রে। তাই বারবার বাংলাদেশ-যুক্তরাষ্ট্রে যাওয়া আসা হয় তাঁর। এই তো গতকাল শনিবার ভোরেই ফেরেন যুক্তরাষ্ট্র থেকে। ঢাকায় ফেরার প্রথম দিন কাটে বিসিবিপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে। আর আজ দ্বিতীয় দিনেই ফিরলেন অনুশীলনে।
মূলত এশিয়া কাপের আগে নিজের ফিটনেস চাঙ্গা করতেই সবার আগে মাঠে ফিরেছেন সাকিব। হেড কোচ রাসেল ডমিঙ্গোসহ বাকিরা না ছুটিতে থাকায় এখনো শুরু হয়নি দলীয় অনুশীলন। তার আগেই নিজের ফিটনেস ঝালিয়ে নিচ্ছেন বাঁহাতি এই অলরাউন্ডার।
আগামী ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। টি–টোয়েন্টি সংস্করণের অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ। টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান ও শ্রীলঙ্কা। অন্যদিকে ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গী হবে বাছাইপর্ব পেরোনো একটি দল।
দুই ভেন্যুতে পুরো টুর্নামেন্টে মোট ১৩টি ম্যাচ হবে। প্রথম পর্ব শেষে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপরা উঠবে সুপার ফোরে। ৩ সেপ্টেম্বর শুরু সুপার ফোরের চারটি দল লিগপদ্ধতিতে খেলবে। সুপার ফোরের শীর্ষ দুটি দল ১১ সেপ্টেম্বর ফাইনালে মুখোমুখি হবে। সব ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ আগস্ট, শারজায় সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ১ সেপ্টেম্বর।