অফসাইডে রিয়ালের গোল বাতিল, প্রথমার্ধ গোল শূন্য
পর পর তিনধাপে পিছিয়ে অবশেষে ৩৬ মিনিট বিলম্বে মাঠে গড়িয়েছে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল লড়াই। প্যারিসে শিরোপার জন্য মুখোমুখি হয়েছে লিভারপুল ও রিয়াল মাদ্রিদ। ম্যাচ শুরুর আগে যতটা উত্তেজনা ছড়িয়েছে প্রথমার্ধে সেই ছাপ তেমন দেখা যায়নি। ম্যাচের প্রথমার্ধে আক্রমণাত্মক লিভারপুলের সামনে অনেকটা ব্যাকফুটেই ছিল রিয়াল মাদ্রিদ।
এই অর্ধের পুরো সময় দাপট দেখিয়েছে লিভারপুল। তবে গোলের দেখা পায়নি ইংলিশ ক্লাবটি। জালের দেখা পায়নি রিয়াল মাদ্রিদও। ফলে ফাইনাল মহারণের প্রথমার্ধ কেটেছে গোল শূন্যতে।
তবে আক্রমণে লিভারপুলের কাছে পাত্তা পায়নি রিয়াল। প্রথমার্ধে ৫২ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখে ১০বার রিয়াল শিবিরে আক্রমণ করে লিভারপুল। যার মধ্যে ৫টিই ছিল অনটার্গেট শট। কিন্তু বারবারই ফিনিশিংয়ে গিয়ে ব্যর্থ হতে হয়েছে লিভারপুলকে।
এই ক্ষেত্রে গোলকিপারকে ধন্যবাদ দিতে পারে রিয়াল। কারণ বেশ কয়েকবার থিবো কোর্তোয়ার কারণেই লিভারপুলের আক্রমণ থেকে বেঁচে গেছে রিয়াল মাদ্রিদ।
অন্যদিকে প্রথমার্ধে মাত্র একবার আক্রমণে যেতে পেরেছে রিয়াল মাদ্রিদ। কিন্তু তাতে সাফল্য আসেনি। ৪৩ মিনিটে জটলার মধ্যে বল পেয়ে গোল করে ফেলেন করিম বেনজেমা। কিন্তু অফসাইড কল করা হয়নি। এরপর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) সময় নিয়ে চেক করেন। শেষ পর্যন্ত গোলটি বাতিল হয়। তাই গোলহীন থেকেই দুদলকে প্রথমার্ধ শেষ করতে হয়েছে।