অবশেষে জয়ে ফিরল বার্সেলোনা
ফুটবলে বড় দুঃসময় পার করছে বার্সেলোনা। গেল দুই ম্যাচেও এস্পানিওল ও নাপোলির বিপক্ষে জয়হীন থেকে ছিল কাতালান ক্লাবটি। ব্যর্থতার বৃত্ত ভেঙে অবশেষে ভ্যালেন্সিয়ার বিপক্ষে জয়ে ফিরল স্প্যানিশ ক্লাবটি।
লা লিগায় গতকাল রোববার রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৪-১ গোলে জিতেছে বার্সেলোনা। জোড়া গোল করেন পিয়েরে-এমেরিক অবামেয়াং এবং একটি করে ফ্রেংকি ডি ইয়ং ও পেদ্রি।
মেস্তায়া স্টেডিয়ামে ম্যাচের ৬৫ ভাগ সময় বল দখলে রাখলেও আক্রমণে খুব একটা ধার ছিল না বার্সার। তবে, অনটার্গেটে ফেলা ছয়টি শটের চারটিতেই গোল আদায় করে নিতে পেরেছে কাতালান ক্লাবটি।
এদিন ম্যাচের ২৩ মিনিটেই এগিয়ে যায় বার্সা। বাঁ-দিক থেকে জর্দি আলবার বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে জোরাল শটে জাল খুঁজে নেন অবামেয়াং।
এরপর ৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডি ইয়ং। এর ছয় মিনিট পর নিজের দ্বিতীয় গোল আদায় করে নেন অবামেয়াং।
তিন গোলে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে বিরতির পর স্কোরবোর্ডের খাতা খোলে ভ্যালেন্সিয়া। ৫২ মিনিটে স্কোরলাইন স্প্যানিশ মিডফিল্ডার সলের। কিন্তু, তাতে কোনো লাভ হয়নি। ৬৩ মিনিটে পেদ্রি গোল করলে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বার্সেলোনা।
এ জয়ে শীর্ষ চারে ফিরল বার্সেলোনা। ২৪ ম্যাচে ১১ জয় ও ৯ ড্রয়ে তাদের পয়েন্ট হলো ৪২। সমান পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ। ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ।