অবশেষে প্যারিসে শুরু মেগা ফাইনাল
সব অপেক্ষার অবসান হলো। মোট তিন ধাপে পিছিয়ে বাংলাদেশ সময় ঘড়িতে রাত ১টা ৩৬ বাজতেই প্যারিসে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল শুরুর বাঁশি বাজল। মেগা ফাইনালে শিরোপার জন্য মুখোমুখি হয়েছে ইংলিশ ক্লাব লিভারপুল ও স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। এই দুলের লড়াইয়ের মধ্যে দিয়েই এবারের ইউরোপ চ্যাম্পিয়ন পাবে ফুটবল ভক্তরা।
ইউরোপের ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইকে কেন্দ্র করে রং লেগেছে প্যারিসে। ফ্রান্সের কোনো ক্লাব ফাইনালে না থাকলেও লাল আর সাদায় রঙিন হয়ে উঠেছে প্যারিস। ফাইনালকে ঘিরে দলে দলে ভক্তরা প্যারিসে পাড়ি দিয়েছেন। কারো জুটেছে মাঠে বসে এই রোমাঞ্চ দেখার সুযোগ, কেউ আবার মাঠের বাইরে থেকেই অংশ নিচ্ছেন এই ফুটবল উৎসবে। সবমিলে প্যারিস জুড়ে যেন উৎসবের আবহ।
এত উৎসবের মাঝে মাঠের লড়াইও উত্তেজনার রেনু ছড়াচ্ছে। কারণ এবারের ইউরোপসেরা হওয়ার জন্য লড়বে শক্তিশালী দুদল—লিভারপুল ও রিয়াল মাদ্রিদ। ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় রাত ১টায়। কিন্তু দর্শকদের মাঠে প্রবেশের জটিলতায় ৩৬ মিনিট দেরি করে শুরু হয় ফাইনাল লড়াই।
পরিসংখ্যান ঘাটলে রিয়াল মাদ্রিদকেই এগিয়ে রাখবেন ফুটবল ভক্তরা। কারণ এই চ্যাম্পিয়নস লিগকে প্রায় নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছে স্প্যানিশ ক্লাবটি। এই প্রতিযোগিতায় ১৬ বার ফাইনালে উঠে ১৩ বারই শিরোপা জিতেছে রিয়াল। অন্যদিকে তাদের অর্ধেকবারও এই ট্রফি ছোঁয়ার সুযোগ পায়নি লিভারপুল। তাদের ঝুলিতে আছে ৬টি শিরোপা।
এ ছাড়া প্রতিযোগিতাটিতে এর আগে এই দুদল মোট আটবার মুখোমুখি হয়েছে। যার মধ্যে রিয়াল জিতেছে চার বার, লিভারপুল জিতেছে তিন বার। এই জায়গায়ও এগিয়ে রিয়াল।
তবুও লড়াইয়ের মঞ্চে সবসময় যে পরিসংখ্যান মতোই হবে সেটা বলা যায় না। সেটা মানছেন না রিয়াল কোচ কার্লো আনচেলত্তিও। তাই ফাইনালে কাউকেই ফেভারিটের কাতারে ফেলছেন না রিয়াল কোচ। প্যারিসে মেগা ফাইনালে যে জিতবে সেই উঁচিয়ে ধরবে চ্যাম্পিয়নস লিগের শিরোপা।