অবশেষে প্রাণ ফিরল ‘হোম অব ক্রিকেটে’
করোনা পাল্টে দিয়েছিল সবকিছু। মানুষের স্বাভাবিক জীবন থেকে শুরু করে ক্রীড়া জগতেও প্রভাব পড়ে প্রাণঘাতি এই ভাইরাসের। করোনার কারণে গত ২০ মাস দর্শকশূন্য ছিল বাংলাদেশের ক্রিকেট স্টেডিয়াম। অবশেষে প্রাণ ফিরল ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। লম্বা বিরতির পর পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে গ্যালারিতে দর্শক ফিরেছে।
করোনার বিরতির কাটিয়ে ঘরের মাঠে ক্রিকেট ফিরেছে আগেই। কিন্তু শুরুর দিকে দর্শক ফেরায়নি বিসিবি। এতদিন পর ক্রিকেট ভক্তদের খেলা উপভোগ করার সুযোগ করে দিয়েছে বিসিবি। স্টেডিয়ামের ধারণ ক্ষমতার অর্ধেকে ম্যাচটি উপভোগ করার সুযোগ দিয়েছে বিসিবি।
আজ বেলা ১২টা থেকেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গেটগুলোতে ভক্তদের উপস্থিতি চোখে পড়ার মতো। অর্ধেক টিকেট হওয়ায় অনেকেই টিকেট পাননি। তবুও ম্যাচের দিন সকালে গিয়ে চেষ্টা করেছেন, টিকেট কেনার। অনেকের মিলেছে, অনেককে আবার ফিরতে হয়েছে হতাশ হয়ে। যাঁরা টিকেট নিয়ে মাঠে প্রবেশ করতে পেরেছেন তাদের উচ্ছ্বাস আকাশ ছোঁয়া।
আফরোজা নামের এক ভক্ত সেই উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘অনেক কষ্ট করে টিকেট পেয়েছি। এতদিন পর বাংলাদেশের খেলা দেখতে পারছি ভাবতেই ভালো লাগছে। যা ভাষায় প্রকাশ করতে পারব না। নিজ দেশের খেলা মাঠে বসে দেখা অনেক আনন্দের।’
বাধন নামের এক দর্শক বলেন, ‘দর্শক ঢুকতে দেবে শুনেই টিকেট পাওয়ার জন্য উদগ্রীব ছিলাম। অবশেষে আশা পূরণ হলো। অনেকদিন পর বাংলাদেশের জন্য গলা ফাটাব। এই অনুভূতি অন্যরকম।’
অনেকে আবার টিকেট কিনতে গিয়ে দালালদের খপ্পরে পড়েছেন। ৩০০ টাকার টিকেট কিনেছেন এক হাজার টাকায়। তবুও স্বস্তি যে, দেশের খেলা দেখতে পারবেন। সেই দর্শক বলেন, ‘৩০০ টাকার টিকেট এক হাজার টাকায় কিনেছি। শেষ পর্যন্ত টিকেট পেয়েছি, খেলা দেখব এটাই অনেক। মাঠে বসে দেশের খেলা দেখার মজাই আলাদা।’