অবসরের আভাস দিলেন সেরেনা উইলিয়ামস
টেনিস থেকে অবসরের আভাস দিয়েছেন নারী এককে দ্বিতীয় সর্বোচ্চ ২৩টি গ্যান্ড স্লাম জেতা সেরেনা উইলিয়ামস। লাইফস্টাইল ম্যাগাজিন ভোগের সেপ্টেম্বর সংখ্যায় টেনিস কোর্ট থেকে বিদায় নেওয়ার ইঙ্গিত দিয়েছেন এই মার্কিন তারকা।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিদায়ের আভাস দিয়ে সেরেনা লিখেছেন, ‘আমাদের জীবনে এমন একটি সময় আসে যখন আমাদের ভিন্ন চিন্তা-ভাবনা শুরু করতে হয়। আপনি যখন কিছু ভালোবাসেন, তখন তা ছেড়ে অন্য কিছু সিদ্ধান্ত নেওয়া সবসময়ই কঠিন। আমি আমার টেনিস সবসময় উপভোগ করি। তবে এখন কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আমাকে এখন নিজের মাতৃত্বের দিকটা লক্ষ্য রাখতে হবে। সেখানে মন দিতে হবে। নতুন কিছু আবিষ্কার করতে চাই। তার জন্য হয়ত আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আমি সিদ্ধান্ত নেব।'
চলতি বছর উইম্বলডনে খেলতে পারেননি সেরেনা। চলতি মাসের শেষে ইউএস ওপেনে তিনি নামতে পারবেন কি না সেটাও নিশ্চিত নয়। সেরেনা বলেছেন, ‘আমি উইম্বলডনের জন্য তৈরি ছিলাম না। ইউএস ওপেনে নামতে পারব কি না তাও জানি না। তবে চেষ্টা করব।’
দর্শকদের প্রতি ভালোবাসা প্রকাশ করে সেরেনা বলেছেন, ‘সবার কাছে এত বছর ধরে যে ভালবাসা পেয়েছি তা কথায় প্রকাশ করতে পারব না। এত এত সুন্দর জয়ের মুহূর্তে আপনারা আমার পাশে থেকেছেন। এই দিনগুলোর জন্য মন খারাপ করবে। আমার মধ্যে যে মেয়েটা টেনিস খেলত সেই মেয়েটার অভাব বোধ করব।’
সেরেনা ও তাঁর স্বামী অ্যালেক্সিস দ্বিতীয় সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন। সেই জন্যই মূলত টেনিস থেকে সরতে যাচ্ছেন এই আমেরিকান তারকা। তিনি বলেছেন, ‘গত বছর থেকে আমরা আরেকটি সন্তান নেওয়ার চেষ্টা করেছিলাম। আমার চিকিৎসক জানিয়েছে, আমরা চাইলে এখন সন্তান নিতে পারি। কিন্তু খেলার মধ্যে থাকাকালীন আমি অন্তঃসত্ত্বা হতে চাইছি না। হয় টেনিসের মধ্যে থাকব। নইলে বেরিয়ে যাব।’