অভিনব উপায়ে স্পেনের দল ঘোষণা
সাধারণত সংবাদ সম্মেলন, না হয় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দল ঘোষণা হয়। কিন্তু স্পেন কোচ এবার উয়েফা নেশনস লিগের ম্যাচকে সামনে রেখে অভিনব উপায়ে দল ঘোষণা করেছেন। পাহাড়ি রাস্তা ধরে স্পেনের সাইকেলিস্ট দলের পোশাক পরে সাইকেল চালাতে চালাতে দল ঘোষণা করেন লুইস এনরিকে। সে সময় ফুটবলারদের নাম উঠতে থাকে রাস্তায়।
পথ চলতে চলতেই দল নিয়ে নানা প্রশ্নের উত্তর দিয়েছেন এনরিকে। স্পেন ফুটবল ফেডারেশনের অফিসিয়াল পেজে দল ঘোষণার এই ভিডিও আপলোডের পর তা ভাইরাল হয়ে যায়। এ মাসের ২৫ ও ২৮ সেপ্টেম্বর সুইজারল্যান্ড ও পর্তুগালের বিপক্ষে নেশনস লিগের ম্যাচের জন্য ২৫ সদস্যের স্কোয়াড ঘোষণা হয়েছে।
এনরিকের স্কোয়াডে ৩৬ বছর বয়সী অভিজ্ঞ সার্জিও রামোস ও স্পেনের আগামী দিনের বড় তারকা হিসেবে যাকে ধরা হয় সেই আনসু ফাতির জায়গা হয়নি। ১৯ বছর বয়সী ফাতিকে না রাখার কারণ ইনজুরি। তবে ভালো সেন্ট্রাল ডিফেন্ডার থাকাতেই রামোসকে নেননি কোচ।
কাতার বিশ্বকাপের আগে এই দুটিই শেষ ম্যাচ স্পেনের। এখান থেকেই বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঠিক করার পরিকল্পনা এনরিকের।