অভিষেক রাঙিয়ে যা বললেন তাওহিদ হৃদয়
ওয়ানডে ফরম্যাটে অভিষেকটা স্বপ্নের মতো হলো তাওহিদ হৃদয়ের। ৮ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া না করলে আয়ারল্যান্ডের বিপক্ষে এই ২২ বছর বয়সী তরুণের অভিষেক স্বপ্নের সীমানা পেরিয়ে যেতে পারত। অল্পের জন্য প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডে অভিষেকে সেঞ্চুরিয়ান হতে পারেননি হৃদয়। তবে অভিষেকেই জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।
আর হৃদয়ের এমন স্মরণীয় ম্যাচে রেকর্ডগড়া জয় পেয়েছে বাংলাদেশ। আইরিশদের ১৮৩ রানের ব্যবধানে হারিয়ে নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ জয় পেল তামিমের দল। আর নিজের অভিষেকে সেঞ্চুরি মিস করলেও আক্ষেপ নেই হৃদয়ের।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হৃদয় জানান, আলহামদুলিল্লাহ, আমিতো শুরুতেই আউট হতে পারতাম। যেটা হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। দলের জয়ে অবদান রাখতে পেরেছি, এতেই খুশি। আমি চেষ্টা করেছি প্রত্যেকটি বল মেরিট অনুযায়ী খেলার। সাকিব ভাইয়ের সঙ্গে ব্যাটিং করে ভালো লেগেছে, খুবই অভিজ্ঞ একজন ক্রিকেটার সে, অনেক কিছু শেখার আছে তার কাছ থেকে।’
সাকিব প্রসঙ্গে তাওহীদ আরও বলেন, সাকিব ভাইকে যখন আমি কিছু জিজ্ঞেস করেছি, উনি আমাকে হেল্প করেছেন। কখন কী করতে হবে, কীভাবে প্রেশার সামাল দিতে হয়, অনেক কিছুই তার কাছ থেকে জেনেছি। উনি সবসময় অনুপ্রেরণা দিয়েছেন। বলেছেন ভালো হচ্ছে, এটা যতদূর কন্টিনিউ করা যায়। সাকিব ভাইয়ের সাথে ব্যাটিং অনেক উপভোগ করেছি।’
এছাড়া নিজ এলাকার আরেক তারকা খেলোয়াড় মুশফিকুর রহিমের গল্পও অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন হৃদয়ের, ‘মুশফিক ভাই... আমি অনেক ছোট ছিলাম ২০০৭ এর একটা কাহিনী। মুশফিক ভাই বিশ্বকাপে ভারতের বিপক্ষে জিতে একটা স্টাম্প পেয়েছিলেন। তখন আমি অনেক ছোট, একদিন স্টেডিয়ামে গিয়েছিলাম। একটা প্রোগ্রামে মুশফিক ভাইয়ের কাছে যখন স্টাম্প দেখি তখন থেকেই অনেক অনুপ্রাণিত হই। ওখান থেকেই ইচ্ছে ছিল যদি একদিন খেলতে পারি জাতীয় দলে।’