অলিম্পিকে স্বর্ণ জয়ের আশা নেইমারের
ব্রাজিলের হয়ে এবারের টোকিও অলিম্পিক গেমসে খেলতে চান দলটির অধিনায়ক নেইমার। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাজিলীয় অলিম্পিক দলের কোচ আন্দ্রে জার্দিন।
স্পেনের ক্রীড়া দৈনিক মার্কার খবর জানা গেছে, নেইমার ব্রাজিলের হয়ে স্বর্ণপদক জয়ে আশাবাদী। এ ব্যাপারে আন্দ্রে জার্দিন বলেন, ‘নেইমারকে দলে পেলে আমাদের অলিম্পিক গেমসের দল শক্তিশালী হবে। আশা করি আমরা লক্ষ্য অর্জন করতে পারব। আর নেইমার স্বর্ণ জিততে চায়।’
নেইমারের হাত ধরেই ২০১৬ সালে প্রথম অলিম্পিকে স্বর্ণ জিতেছিল পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল।
এদিকে পিএসজির সঙ্গে নেইমারের চুক্তির মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত বাড়িয়েছে। ২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফিতে প্যারিসে পাড়ি জমান নেইমার। এরপরই বারবার নেইমারের বার্সায় ফিরে আসার কথা ওঠে। কিন্তু এবার সেই গুঞ্জন আর উঠতে দিচ্ছে না পিএসজি।
২০১৭ সালের চুক্তি অনুযায়ী ২০২২ সালের জুন পর্যন্ত পিএসজিতে থাকতে পারতেন নেইমার। সেই হিসাবে আরও এক বছর নেইমারের সঙ্গে পিএসজির চুক্তি রয়েছে। কিন্তু গুঞ্জন ওঠার কারণে আগেই চুক্তি সেরে নিয়েছে পিএসজি।