অলিম্পিক গেমস ভিলেজে করোনার হানা
আর কদিন বাদে পর্দা উঠবে অলিম্পিক গেমসের। প্রায় এক সপ্তাহ বাদে শুরু হবে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ। দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজন হবে গেমসটি। এরই মধ্যে দুঃসংবাদ এসেছে, গেমস ভিলেজে করোনা হানা দিয়েছে।
অলিম্পিক আয়োজক কমিটির মুখপাত্র মাস তাকায়া এক সাংবাদ সম্মেলনে বলেন, ‘ভিলেজে একজন করোনায় আক্রান্ত। ভিলেজে স্ক্রিন টেস্ট করার সময় ধরা পড়া প্রথম করোনা পজিটিভ।’
আল জাজিরার খবরে জানা গেছে, এখনো করোনায় আক্রান্ত ব্যক্তির নাম, পরিচয় বা তিনি কোন দলের, সেসব বিষয়ে কিছুই জানানো হয়নি।
গত বছর অলিম্পিক আয়োজনের কথা ছিল। করোনার কারণে তখন পিছিয়ে দেওয়া হয়েছিল। অবশ্য এখন ইউরোপে করোনার প্রভাব কমলেও এশিয়ার বেশিরভাগ জায়গায় এখনও করোনার বাড়ছে।
জাপানেও করোনা পরিস্থিতি খুব একটা ভালো নয়। দেশটির লোকজন গেমস আয়োজনের বিরুদ্ধে প্রতিবাদ জানালে দর্শকশূন্য স্টেডিয়ামে গেমস আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। অবশ্য গেমস শুরু হওয়ার আগেই ভিলেজে করোনার হানায় আয়োজকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।