অস্ট্রেলিয়ার পরিচালক পদ থেকে সরে দাঁড়ালেন মেল জোনস
২০১৯ সালের ডিসেম্বরে ক্রিকেট অস্ট্রেলিয়ার পরিচালক পদে যোগ দিয়েছিলেন মেল জোনস। এবার এই পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ক্রিকবাজের খবরে জানা গেছে এই তথ্য।
অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার মেল জোনস এ ব্যাপারে বলেন, ‘সিএ বোর্ডে তিন বছর দায়িত্ব পালন করা সম্মানের। কিন্তু আমার ভবিষ্যত কাজের প্রতিশ্রুতি, বিশেষ করে আমি বছরের বেশ কয়েক মাস বিদেশে থাকব। তাই প্রয়োজনীয় সময় দিতে পারব না। তাই আমি পুনঃনির্বাচনের জন্য দাঁড়াব না। পরবর্তী এজিএমে তিন বছরের মেয়াদ পূর্ণ করেই সরে দাঁড়াতে চাই।’
‘আমি ক্রিকেট অস্ট্রেলিয়ার স্টাফ এবং কমিটির সদস্যদের ধন্যবাদ জানাতে চাই, অস্ট্রেলিয়ার ক্রিকেটের সঙ্গে জড়িত সবার সাফল্য কামনা করি। অবশ্য ধারাভাষ্য, খেলাধুলা ও ব্যবসা থাকতে হবে আমাকে।’
ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ল্যাচলান হেন্ডারসন বলেন, ‘মেল আমাদের বোর্ডের একজন সদস্য ছিলেন। তার অনন্য দৃষ্টিভঙ্গি বেশ ভালোলাগার। ক্রিকেটে বিশাল অবদান রয়েছে তারা।’
১৯৯৭ সালে জোনসের ওডিআই অভিষেক হয়েছিল। দেশের হয়ে ৬১টি ওডিআই খেলে ১০২৮ রান করেন। এছাড়াও ১৯৯৭ এবং ২০০৫ সালে ৫০ ওভারের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। তিনি পাঁচটি টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেছেন। ৩৫.৮৫ গড়ে ২৫১ রান করেন।