অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কা দলে রাজাপাকসে
লেগস্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও উইকেটরক্ষক ভানুকা রাজাপাকসে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের সিরিজের শ্রীলঙ্কা টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরেছেন। ৭ জুন থেকে সিরিজটি শুরু হবে। হাসরাঙ্গা এই বছরের শুরুতে ভারত সফরের প্রাথমিক দলে ছিলেন।
আইপিএলে ভালো খেলে দলে সুযোগ পান হাসারাঙ্গা ও রাজাপাকসে। হাসরাঙ্গা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলেন। তিনি সর্বশেষ ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার হয়ে একটি টি-টোয়েন্টি খেলেছিলেন। আর রাজাপাকসে পাঞ্জাবের হয়ে খেলেন।
রাজাপাকসে অস্ট্রেলিয়ায় চারটি টি-টোয়েন্টিতে মাত্র ৬১ রান করেছিলেন। পরে পরাফর্ম করে দলে ফেরেন।
এ ছাড়া ১৯ বছর বয়সী পেস সেনসেশন মাথিশা পাথিরানাকে দলে নিয়েছে শ্রীলঙ্কা। যিনি সম্প্রতি আইপিএলে এমএস ধোনির প্রশংসা পেয়েছেন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছিলেন। লাসিথ মালিঙ্গার মতো বোলিং অ্যাকশন তাঁর।
শ্রীলঙ্কা টি-টোয়েন্টি স্কোয়াড : দাসুন শানাকা (অধিনায়ক), পথুম নিসাঙ্কা, দানুশকা গুনাথিলাকা, কুসল মেন্ডিস, চরিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, নুওয়ানিদু ফার্নান্দো, লাহিরু মাদুশঙ্কা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, দুশমন্থা চামেরা, নুশানা রাজা, নুশানা রাজা, নুশানা, নুওয়ানিডু ফার্নান্দো, মহেশ থেকশানা, প্রবীণ জয়াবিক্রমা ও লক্ষন সান্দাকান।