অস্ট্রেলিয়াও এখন বাংলাদেশের মতো অভিজ্ঞ নয় : মাশরাফী
মাশরাফী বিন মোর্ত্তজা বাংলাদেশের ক্রিকেটে একটা নতুন যুগের সূচনা করেছিলেন। অধিনায়ক মাশরাফীর হাত ধরেই ভয়হীন ক্রিকেট খেলতে শুরু করে বাংলাদেশ। মাশরাফী এখন জাতীয় দলে নেই। কিন্তু তার বুনে দেওয়া সেই সাহসিকতার বীজ এখন বড় গাছ হয়ে ডালপালা মেলেছে। বাগান হয়ে উঠছে দলটি। যেখানে একা কারও উপর নির্ভর করতে হয় না।
তবু একজন থাকেন নায়কদের নায়ক। বর্তমান বাংলাদেশ দলে সেই নায়ক সাকিব আল হাসান। সাকিব বলেছিলেন, ২০২৩ সাল বিশেষ কিছু নিয়ে আসবে বাংলার ক্রিকেটে। মাশরাফীও সায় দিয়েছেন তাতে। আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) শেরেবাংলায় সাংবাদিকদের মুখোমুখি হন মাশরাফী। কথা বলেন দেশের ক্রিকেট নিয়ে। উঠে আসে সাকিবের বলা কথাটাও।
ত নিয়ে মাশরাফী বলেন, ‘দলের সেরা খেলোয়াড় যখন বিশ্বাস করে এটি, তখন আমিও বিশ্বাস করি। তাছাড়া দেখেন, পুরো বিশ্বেই এখন বাংলাদেশের মতো এমন অভিজ্ঞ দল নেই। অস্ট্রেলিয়া দলও বাংলাদেশের মতো এমন অভিজ্ঞ নয়। আমাদের শান্তও ৪/৫ বছর ধরে খেলছে। অন্যান্য দলে দেখা যায় দুই বছরের অভিজ্ঞতা নিয়ে জাতীয় দলে আছে। সেই হিসেবে আমাদের দলটার এখনই সময় কিছু জেতার। সেটি হতে পারে এশিয়া কাপ কিংবা বিশ্বকাপ।’
মাশরাফী জাতীয় দলে নেই। ২০১৯ সালে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন। তবে, খেলছেন ঢাকা প্রিমিয়ার লিগে। লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে আসরে এখন পর্যন্ত আছেন দারুণ ছন্দে। নিয়েছেন ১৫ উইকেট। সময়টা যে বেশ উপভোগ করছেন, তা বোঝাই যায়।