অ্যাডিলেডে জমেছে বাংলাদেশ-ভারত লড়াই
দুদলের জন্য সমান গুরুত্বের ম্যাচ। তাই ছাড় দিতে রাজি নয় কেউই। অ্যাডিলেড ওভালে আগে ব্যাট করতে নেমে ভারত যেমন বড় রানের জন্য ছুটছে। তেমনি বোলিংয়ে ছাড় দিচ্ছে না বাংলাদেশও। পরপর দুই উইকেট নিয়ে ম্যাচ জমিয়ে তুলেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
সাকিব প্রথমে তুলে নিয়েছেন হাফসেঞ্চুরিয়ান রাহুলকে। এরপর আউট করেছেন ভয়ংকর হয়ে ওঠা যাদবকে। পান্ডিয়ার উইকেট তুলে নিয়েছেন হাসান মাহমুদ।
ইনিংসের প্রথম ওভার। বল হাতে আসেন তাসকিন আহমেদ। দেন মাত্র এক রান। পরের ওভারে শরিফুল ইসলাম সেই রিদম ধরে রাখতে পারেননি। এক ছক্কা তিনি দেন ৯।
পরের ওভারে ফের তাসকিন। এবার ঠিক রোহিতকে ক্যাচ তুলতে বাধ্য করেন। ওভারের চতুর্থ বলে সহজ ক্যাচ তুলে দেন ভারতীয় অধিনায়ক। কিন্তু সেই ক্যাচ মিস করে দলকে ডোবান হাসান মাহমুদ।
অবশ্য সেই হতাশা বেশিদূর যায়নি। পরের ওভারে নিজেই তার প্রতিদান দেন। নিজের প্রথম ওভারে এসেই তুলে নেন রোহিতের উইকে। ৮ বলে দুই রান করেন ভারতীয় তারকা। এরপর ফেরেন রাহুল, যাদব ও পান্ডিয়া।
অ্যাডিলেডের উইকেটে পেসারদের দাপট বরাবরই। সেই চিন্তা থেকেই আজ বুধবার ভারতের বিপক্ষে চার পেসার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। একজন পেসার একাদশে ঢুকায় বাদ পড়েছেন সৌম্য সরকার।
আজ বুধবার অ্যাডিলেড ওভালে ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের একাদশে এই একটি পরিবর্তনই এসেছে।
অন্যদিকে ভারতও একাদশে একটি পরিবর্তনই এনেছে। তাদের একাদশ থেকে বাদ পড়েছেন দিপক হুদা। তার বদলে ঢুকেছেন অক্ষর প্যাটেল।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘বি’ তে ৩ ম্যাচ খেলে ২টি জয় এবং ১টি হার নিয়ে ৪ পয়েন্ট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছে ভারত। একই পরিসংখ্যানে তৃতীয় অবস্থানে আছে বাংলাদেশ। পিছিয়ে থাকার কারণ রানরেট। ভারতের রানরেট +০.৮৪৪, যেখানে সাকিবদের -১.৫৩৩।