অ্যান্ডি মারের স্বপ্নভঙ্গ
উইম্বলডন টেনিস প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে। ঘরের কোর্টে তিনি হারলেন দশম বাছাই ডেনিস শাপোভালভের কাছে। স্ট্রেট সেটে হেরে হতাশ করলেন মারে।
উইম্বলডনের প্রথম রাউন্ডে জয় দিয়ে শুরু করেছিলেন মারে। প্রথম দুই পর্বে তাঁর খেলা আশা জাগিয়েছিল। নিজের দেশে প্রতিযোগিতায় স্বপ্নভঙ্গ হয়েছে ৪-৬, ২-৬, ২-৬ সেটে হেরে।
প্রথম সেটে ১-৫ ব্যবধানে পিছিয়ে গিয়েছিলেন মারে। পর পর তিন গেম জিতে ফেরার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। ৪-৬ ব্যবধানে হেরে যান তিনি।
অবশ্য ২০১৩ ও ২০১৬ সালে উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েছিলেন মারে। পরে চোটের কারণে দুই বছর আগেই অবসর নেওয়ার কথা ভাবছিলেন তিনি। কোমরে অস্ত্রোপচারের পর ২০১৭ সাল থেকে উইম্বলডনে দেখা যায়নি তাঁকে। গত বছর করোনার কারণে প্রতিযোগিতা বাতিল হওয়ার পর ওয়াইল্ড কার্ডের মাধ্যমে এবার খেলার সুযোগ পান তিনি। প্রথম দুই রাউন্ডে সাফল্য পেলেও তৃতীয় পর্বে এসেই সব স্বপ্নভঙ্গ হয় তাঁর। দশম বাছাই শাপোভালভের বিরুদ্ধে দাঁড়াতেই পারলেন না মারে। প্রথমবার উইম্বলডনের প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন শাপোভালভ।