অ্যাসেনসিওর হ্যাটট্রিক, উড়ছে রিয়াল মাদ্রিদ
স্প্যানিশ লিগ লা লিগায় রীতিমতো উড়ছে রিয়াল মাদ্রিদ। গতকাল বুধবার মায়োর্কার বিপক্ষে ঘরের মাঠে হ্যাটট্রিক করলেন মার্কো অ্যাসেনসিও। সঙ্গে জোড়া করলেন ছন্দে থাকা করিম বেনজেমা। জালের দেখা পেলেন ইসকোও। তিন তারকার গোল উৎসবের ম্যাচের মায়োর্কাকে স্রেফ উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ।
সান্তিয়াগো বার্নাবিউতে মায়োর্কাকে ৬-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের হয়ে একমাত্র গোলটি করেন লি কিং।
এদিন ম্যাচের ৫৯ শতাংশ সময় বল দখলে রেখে মোট ১৮টি শট নেয় রিয়াল, যার ১২টি ছিল লক্ষ্যে যাওয়ার মতো। বিপরীতে মায়োর্কার ১৭ শটের পাঁচটি ছিল অনটার্গেট শট।
আক্রমণে দুদল সমানে সমান হলেও ফিনিশিংয়ে দারুণ ছিল রিয়াল। ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় দলটি। দলকে প্রথম গোল এনে দেন বেনজেমা।
হ্যাটট্রিক করা অ্যাসেনসিও নিজের প্রথম গোল পান ২৪ মিনিটে। তবে পাল্টা আক্রমণে পরের মিনিটেই গোল ব্যবধান কমায় সফরকারীরা। কিন্তু নিজেদের বাঁচাতে পারেনি।
২৯ তম মিনিটে ফের ব্যবধান বাড়ান অ্যাসেনসিও। এরপর বিরতির পর আরেক দফায় বল জালে পাঠিয়ে নিজের হ্যাটট্রিক স্পর্শ করেন অ্যাসেনসিও।
৭৮ মিনিটে স্কোরলাইন ৫-১ করেন বেনজেমা। আর, ৮৪ মিনিটে শেষ পেরেকটি ঠুকে দেন ইসকো। ফলে স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
চলতি লিগে ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রতে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে রিয়াল। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে শিরোপাধারী অ্যাথলেটিকো মাদ্রিদ। অন্যদিকে, চার ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছে বার্সেলোনা।