আইপিএলের নিলামে অবিক্রীত সাকিব
সাদা বলের ক্রিকেটে দারুণ সময় পার করছেন সাকিব আল হাসান। চলমান বিপিএলেও ব্যাট-বল দুই বিভাগেই চমক দেখাচ্ছেন বাংলাদেশি তারকা। অলরাউন্ড পারফরম্যান্সে টানা ৫ ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার রেকর্ড গড়েছেন সাকিব। তাই আইপিএলের এবারের নিলামে সাকিবকে নিয়ে দলগুলোত প্রত্যাশা অনেক থাকবে বলে ধারণা করা হয়েছিল।
কিন্তু নিলামের প্রথম দিন দেখা গেল উলটো চিত্র। দুই কোটি ভিত্তি মূল্যের সাকিবকে নিয়ে নিলামের প্রথম দিনে কোনো দল আগ্রহই দেখায়নি। তাই এখনো অবিক্রীত বাংলাদেশি তারকা। তবে এখনো তাঁর দল পাওয়ার সুযোগ আছে। দলগুলো চাইলে এখনো নিতে পারবে বিশ্বসেরা অলরাউন্ডারকে।
আইপিএলের নিলাম মানেই অর্থের ঝনঝনানি। প্রতি আসরে এই নিলামের দিকে মুখিয়ে থাকে ক্রিকেট ভক্তরা। এবার ১০ দলের আইপিএল হওয়ায় আরো জমে উঠেছে নিলাম।
কিন্তু নিলামে সাকিবের মতো কিছু বড় তারকা অবিক্রীত। সাকিবের মতো দল পাননি সুরেশ রায়না, স্টিভেন স্মিথ, ডেভিড মিলাররা।
বেঙ্গালুরুতে অনুষ্ঠিত নিলামে ১০টি দল সর্বোচ্চ ৮ জন করে বিদেশি ক্রিকেটারকে দলে নিতে পারবে। ৮০ জন বিদেশি ক্রিকেটার এই নিলাম থেকে দল পেতে পারেন।
এবারের আসরে ১০টি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ২৫ জনের স্কোয়াড গড়ে নিতে পারবে। সেই হিসেবে মোট ২৫০ জন ক্রিকেটার দল পেতে পারেন। তবে ১০টি ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যে ৩৩ জন ক্রিকেটারকে নিলামের আগেই দলে নিয়েছে। সর্বোচ্চ ২১৭ জন ক্রিকেটার নিলাম থেকে দল খুঁজে পেতে পারেন।