আইপিএলের প্রথম ম্যাচে অনিশ্চিত ধোনি
আইপিএলের ১৬তম আসর শুরু হচ্ছে আজ শুক্রবার (৩১ মার্চ)। বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স ও চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের লড়াই দিয়ে মাঠে গড়াবে এবারের মৌসুম। চেন্নাইয়ের প্রাণভোমরা ও আইপিএলের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির খেলোয়াড় হিসেবে এটি সম্ভাব্য শেষ আইপিএল। এর মধ্যেই ধোনিভক্তদের জন্য এলো দুঃসংবাদ। হাঁটুর চোটে প্রথম ম্যাচে অনিশ্চিত তিনি, এমনটি জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।
ভারতের ক্রিকেট ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক ধোনি বেশ কয়েকদিন ধরে বাম পায়ের হাঁটুর সমস্যায় ভুগছেন। দলের সঙ্গে যোগ দিলেও অনুশীলন করেননি। গতকাল বৃহস্পতিবার (৩০ মার্চ) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ট্রফি নিয়ে সব দলের অধিনায়কদের ফটোসেশনেও ছিলেন ধোনি।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ধোনি ফটোসেশনে অংশ নিয়েছেন, দলের সঙ্গে মাঠেও গিয়েছেন, কিন্তু অনুশীলন করেননি। তাকে অবশ্য লম্বা সময় ধরে গুজরাটের মেন্টর গ্যারি কার্স্টেনের সঙ্গে কথা বলতে দেখা গেছে। গ্যারির কোচিংয়েই ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল ধোনির ভারত।
৪১ বছর বয়সী ধোনিকে নিয়ে ঝুঁকি নিতে চায় না চেন্নাই। দলের পক্ষ থেকে চোটের খবর পুরোপুরি জানানো হয়নি। তবে জানা গেছে, ধোনিকে নিয়ে কোনো ঝুঁকি নেবে না দলটি। প্রয়োজনে কয়েকদিন বিশ্রাম দেওয়া হবে তাকে। ম্যাচ শুরুর আগে নিশ্চিত হওয়া যাবে ক্যাপ্টেন কুল ধোনি থাকছেন কি না?
যদি ধোনি শেষ পর্যন্ত প্রথম ম্যাচে খেলতে না পারেন, তাহলে কে করবেন অধিনায়কত্ব এবং কার হাতে উঠবে কিপিং গ্লাভস, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। ধোনির অনুপস্থিতিতে বেন স্টোকস, রবীন্দ্র জাদেজা কিংবা রুতুরাজ গাইকোয়াড় নেতৃত্ব দিতে পারেন দলকে। উইকেটের পেছনে গ্লাভস হাতে দেখা যেতে পারে ডেভন কনওয়েকে। যদি কনওয়ে একাদশে না থাকেন, সেক্ষেত্রে আম্বাতি রাইডু অথবা গাইকোয়াড় সামলাতে পারেন কিপিংয়ের দায়িত্ব।