আইপিএলের প্লে-অফের সূচি দেখে নিন
দেখতে দেখতে শেষের পথে চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। গতকাল শুক্রবার রাতে শেষ হয়েছে আইপিএলের লিগ পর্বের খেলা। লিগ পর্ব থেকে চারটি দল নিশ্চিত করেছে প্লে-অফ।
দলগুলো হলো—দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স। বাদ পড়েছে রাজস্থান রয়্যালস, পাঞ্জাব কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদ।
প্লে-অফে যাওয়া দলগুলোর মধ্যে ১৪ ম্যাচে ১০ জয়ে ২০ পয়েন্ট নিয়ে এক নম্বরে আছে দিল্লি। ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে চেন্নাই। সমান পয়েন্ট নিয়ে তৃতীয়তে আছে বেঙ্গালুরু। ১৪ পয়েন্ট নিয়ে চারে আছে কলকাতা।
চার ও তিনে থাকা বেঙ্গালুরু ও কলকাতা আগামীকাল রোববার এলিমিনেটর ম্যাচে লড়বে। আর দিল্লি ও চেন্নাই লড়বে সরাসরি কোয়ালিফায়ার ম্যাচে।
এক নজরে দেখে নেওয়া যাক প্লে-অফের সময়সূচি—
প্রথম কোয়ালিফায়ার:
দিল্লি ক্যাপিটালস-চেন্নাই সুপার কিংস
১০ অক্টোবর (রোববার, রাত ৮টা)
এলিমিনেটর:
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-কলকাতা নাইট রাইডার্স
১১ অক্টোবর (সোমবার, রাত ৮টা)
দ্বিতীয় কোয়ালিফায়ার:
১৩ অক্টোবর (বুধবার, রাত ৮টা)
ফাইনাল:
১৫ অক্টোবর (শুক্রবার, রাত ৮টা)