আইপিএলের শিরোপা জিততে গুজরাটের চাই ১৩১ রান
গ্রুপ পর্বে রাজস্থান রয়্যালসকে সহজেই হারিয়ে ছিল গুজরাট টাইটানস। প্রথম কোয়ালিফায়ারে তাদেরই বিপক্ষে বিরুদ্ধে শেষ ওভারের নাটকীয়তায় জিতে ফাইনালে উঠে তারা। ফাইনালে সেই রাজস্থানের মুখোমুখি হয় গুজরাট।
আজ রোববার ফাইনালে রাজস্থান প্রথমে ব্যাট করে বড় সংগ্রহ গড়তে পারেনি। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩০ রান গড়ে।
রাজস্থানের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন জস বাটলার। ৩৫ বল খরচ করেন তিনি। গজরাটের হার্দিক পাণ্ডিয়া ৪ ওভারে ১৭ রান খরচায় তিন উইকেট নেন।
এবারের আইপিএল ১৭ ম্যাচে ৮৬৩ রান করেন জস বাটলার। চারটি করে শতরান ও অর্ধশতরান করেছেন তিনি। কোহলির ৯৭৩ রানের রেকর্ড ভাঙেন তিনি। ২০১৬ সালে ডেভিড ওয়ার্নার করেছিলেন ৮৪৮ রান।
এদিন ফাইনালে সেই রেকর্ডর টপকে গেলেন জস বাটলার। তবে এদিন ব্যাটারদের ব্যর্থতায় বড় সংগ্রহ গড়তে পারেনি রাজস্থান। পাওয়ারপ্লের শেষে স্কোর ছিল ৬ ওভারে ১ উইকেটে ৪৪। ৭ থেকে ১৫ ওভারের মধ্যে ওঠে ৫০ রান, চার উইকেটে। শেষ পাঁচ ওভারে রাজস্থানের আরও চারটি উইকেট পড়ে, রান ওঠে মাত্র ৩৬।