আইপিএলে উপেক্ষিত লিটন-মুস্তাফিজ, যা বললেন পাপন
আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের উপেক্ষিত হওয়ার বিষয়টি নতুন কিছু নয়। আইপিএলে গিয়ে ম্যাচের পর ম্যাচ সাইড বেঞ্চে বসে থাকা কিংবা পর্যাপ্ত সুযোগের অভাব ক্রিকেটারদের জন্য নিয়মিত ঘটনা। এবার লিটন-মুস্তাফিজদের দলে সুযোগ না পাওয়া প্রসঙ্গে মুখ খুললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
আজ সোমবার (১৭ এপ্রিল) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলনে এই বিষয়ে কথা বলেন পাপন। লিটন-মুস্তাফিজ ইস্যুতে তিনি জানান, ‘আসলে আইপিএলের খেলা খুব একটা দেখা হচ্ছে না। আমি দেখি না যে তা না। কেকেআরের খেলা থাকলে আগে দেখি যে স্কোয়াডে কেউ আছে কি না। এবং দিল্লির খেলা থাকলে দেখি স্কোয়াডে যদি দেখি আছে তাহলে একটু দেখি। কারণ এখানে টাইমিংটা হয়ে গেছে তারাবির সাথে সাংঘর্ষিক। তারপরেও আগে দেখি আছে কি না যদি থাকে তাহলে দেখার চেষ্টা করি।'
বিসিবি সভাপতির কাছে জানতে চাওয়া হয় আইপিএলে লিটন-মুস্তাফিজদের খেলাবে কি খেলাবে না এটা তিনি আগে থেকে কীভাবে জানেন। জবাবে পাপন বলেন, ‘জানে সবাই, ওরাও জানে। এটা অজানা কিছু নেই। এটা যারা গেছে তারাও জানে।’
আইপিএলে এবারের আসরে ৫টি ম্যাচ খেলেছে দিল্লি ক্যাপিটাল। ২ ম্যাচে একাদশে সুযোগ পেয়েছেন মুস্তাফিজ। তবে পারেননি নামের প্রতি সুবিচার করতে। অন্যদিকে এখনও কোনো ম্যাচেই খেলার সুযোগ পাননি লিটন। কবে নাগাদ সুযোগ পাবেন, সেটিও অনিশ্চিত।