আইপিএলে এবার নতুন দল পেলেন মুস্তাফিজ
বাংলাদেশি তারকা সাকিব আল হাসান আবার কলকাতা নাইট রাইডার্সে ফিরছেন। ৩ কোটি ২০ লাখ রুপিতে তাঁকে দলে নিয়েছে কলকাতা। বাংলাদেশি আরেক তারকা মুস্তাফিজুর রহমান এবারের আইপিএলে নতুন দল পেয়েছেন। ভিত্তি মূল্য ১ কোটি রুপিতে নিলামে উঠানো কাটার মাস্টারকে এই দামেই কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস।
এর আগে আইপিএলে মুস্তাফিজ খেলেছিলেন দুটি দলে। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে গিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। পরের মৌসুমে একই দলের হয়েই খেলেন। ২০১৮ সালে বাঁহাতি এই পেসারকে কিনে নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ানস। পরের দুই মৌসুমে আর খেলেননি।
নিজের প্রথম আইপিএলে মুস্তাফিজ ১৬ ম্যাচ খেলে ১৭ উইকেট নিয়ে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন। সেবার শিরোপাও জিতেছিল তাঁর দল হায়দরাবাদ। এবার কেমন করেন সেটাই দেখার।
ক্রিকবাজের খবরে জানা গেছে, বাংলাদেশি তারকা সাকিব আল হাসানকে দলে নিতে প্রীতি জিনতার কিংস ইলেভেন পাঞ্জাবের সঙ্গে লড়াই বেশ জমেছিল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের। বাংলাদেশি তারকার জন্য প্রথম বিড করে কলকাতা। এরপর পাঞ্জাব তাঁকে দলে পাওয়ার আগ্রহ দেখায়। একপর্যায়ে জমে ওঠে লড়াই। তাই দাম বাড়তে থাকে। শেষ পর্যন্ত ৩ কোটি ২০ লাখ রুপিতে তাঁকে দলে নেয় কলকাতা।
এদিকে আইপিএলের ইতিহাসে নিলামে বিক্রি হওয়া সবচেয়ে দামি ক্রিকেটার হলেন মরিস। তাঁকে ১৬ কোটি ২৫ লাখ রুপিতে দলে নেয় রাজস্থান রয়্যালস। তিনি যুবরাজ সিংয়ের ১৬ কোটি রুপির রেকর্ড ভেঙে দেন। এতদিন যুবরাজ ছিলেন আইপিএল নিলামে বিক্রি হওয়া সবচেয়ে দামি ক্রিকেটার।
গতবার মরিসের দাম ছিল ১০ কোটি। এবার তার চেয়েও ৬ কোটি ২৫ লাখ রুপি বেশি পেলেন তিনি। এবার মরিসের বেস প্রাইস ছিল ৭৫ লাখ রুপি।