আইপিএলে কোন দলে কোন বিদেশি ক্রিকেটার
আগামীকাল শুক্রবার (৩১ মার্চ) থেকে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম আসর। ১০ দলের এই টি-টোয়েন্টি ধামাকায় খেলতে মুখিয়ে থাকে বিশ্বের নামকরা সব তারকারা।
ভারতীয়দের বাইরে বিদেশিদের অনেকেই আইপিএলে খেলতে এমনকি ছেড়ে দেন দেশের খেলাও। দলগুলোও বাছাই করে সেরা বিদেশিদের নিয়ে আসে নিজ আঙিনায়। ব্যতিক্রম ঘটেনি এবারও। দেখে নেওয়া যাক, কাকে ভিড়িয়েছে দলে কোন দল
কলকাতা নাইট রাইডার্স
সাকিব আল হাসান (বাংলাদেশ), লিটন দাস (বাংলাদেশ), আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), সুনীল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ), রহমতুল্লাহ গুরবাজ (আফগানিস্তান), টিম সাউদি (নিউজিল্যান্ড), লোকি ফার্গুসন (নিউজিল্যান্ড), ডেভিড ভিসা (নামিবিয়া)।
চেন্নাই সুপার কিংস
ডেভন কনওয়ে (নিউজিল্যান্ড), ডোয়াইন প্রিটোরিয়াস (দক্ষিণ আফ্রিকা), বেন স্টোকস (ইংল্যান্ড), মঈন আলি (ইংল্যান্ড), মাহিশ থিকসানা (শ্রীলঙ্কা), মাথিশা পাথিরানা (শ্রীলংকা), মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড), কাইল জেমিসন (নিউজিল্যান্ড)।
গুজরাট টাইটান্স
ম্যাথু ওয়েড (অস্ট্রেলিয়া), কেইন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), রশিদ খান (আফগানিস্তান), ডেবিড মিলার (দক্ষিণ আফ্রিকা), আলজারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ), উড়িয়ান স্মিথ ( ওয়েস্ট ইন্ডিজ), জসুয়া লিটল (আয়ারল্যান্ড)।
রাজস্থান রয়্যালস
জস বাটলার (ইংল্যান্ড), জো রুট (ইংল্যান্ড), শিমরন হেটমায়ার (ইংল্যান্ড), জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ) ডনোভান পেরেইরা (দক্ষিণ আফ্রিকা), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)।
লখনৌ সুপার জায়ান্টস
কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা), নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ), কাইল মায়ার্স (ওয়েস্ট ইন্ডিজ), রোমারিও শেফার্ড (ওয়েস্ট ইন্ডিজ),মার্কাস স্টয়ইনিস (অস্ট্রেলিয়া), ড্যানিয়েল স্যামস (অস্ট্রেলিয়া), নাভিন উল হক (আফগানিস্তান)।
সানরাইজার্স হায়দ্রাবাদ
অ্যাইডেন মার্করাম(দক্ষিণ আফ্রিকা), হেনরিক ক্লাসেন (দক্ষিণ আফ্রিকা), মার্কো জেনসেন (দক্ষিণ আফ্রিকা), গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড), আদিল রশিদ (ইংল্যান্ড), ফজল হক ফারুকি (আফগানিস্তান)
মুম্বাই ইন্ডিয়ান্স
টিম ডেভিড (সিঙ্গাপুর), ত্রিস্টান স্টাবস (দক্ষিণ আফ্রিকা), ডুয়ান জানসেন (দক্ষিণ আফ্রিকা), জফরা আর্চার (ইংল্যান্ড), জেই রিচার্ডসন (অস্ট্রেলিয়া), ক্যামেরন গ্রীন (অস্ট্রেলিয়া), জেসন বেহরেনডর্ফ (অস্ট্রেলিয়া)।
পাঞ্জাব কিংস
ভানুকা রাজাপাকসে (শ্রীলংকা), জনি বেয়ারস্টো (ইংল্যান্ড), লিয়াম লিভিংস্টোন (ইংল্যান্ড), স্যাম কারান, (ইংল্যান্ড), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা), নাথান এলিস (অস্ট্রেলিয়া)।
দিল্লি ক্যাপিটালস
ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), মিচেল মার্শ (অস্ট্রেলিয়া), রভম্যান পাওয়েল (ওয়েস্ট ইন্ডিজ), ফিল সল্ট (ইংল্যান্ড), রাইলি রুশো (দক্ষিণ আফ্রিকা), এনগিডি লুঙ্গী (দক্ষিণ আফ্রিকা), এনরিখ নরকিয়া (দক্ষিণ আফ্রিকা), মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু
ফাফ ডু প্লেসিস (দক্ষিণ আফ্রিকা) ফিন অ্যালেন (নিউজিল্যান্ড), উইল জ্যাকস(ইংল্যান্ড), ডেভিড উইলি (ইংল্যান্ড), রিচি টপলি (ইংল্যান্ড), গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া), জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া), ওয়ানিন্দু হাসারাঙা (শ্রীলঙ্কা)।