আইপিএলে খেলতে যাচ্ছেন মোস্তাফিজও
বাংলাদেশি তারকা সাকিব আল হাসান কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন। ৩ কোটি ২০ লাখ রুপিতে তাঁকে দলে নিয়েছে কলকাতা। আসরে অংশ নিতে এরই মধ্যে ভারতে গেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
বাংলাদেশি আরেক তারকা মুস্তাফিজুর রহমান এবারের আইপিএলে নতুন দল পেয়েছেন। ভিত্তি মূল্য ১ কোটি রুপিতেই কাটার মাস্টারকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস।
এরই মধ্যে মুস্তাফিজকে অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি। ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
আর কদিন বাদে বাংলাদেশ শ্রীলঙ্কা সফরে যাবে। খেলবে দুটি টেস্ট। এই সফরে মুস্তাফিজকে বিবেচনা করা হয়নি।
এ ব্যাপারে মিনহাজুল আবেদীন বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে পরিকল্পনায় নেই মুস্তাফিজ। এ কারণে আমরা তাকে আইপিএলের জন্য অনাপত্তিপত্র দিয়েছি। আশা করি তার জন্য ভালো হবে, অভিজ্ঞতাও হবে।’
এর আগে আইপিএলে মুস্তাফিজ খেলেছিলেন দুটি দলে। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে গিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। পরের মৌসুমে একই দলের হয়েই খেলেন। ২০১৮ সালে বাঁহাতি এই পেসারকে কিনে নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ানস। পরের দুই মৌসুমে আর খেলেননি।
নিজের প্রথম আইপিএলে মুস্তাফিজ ১৬ ম্যাচ খেলে ১৭ উইকেট নিয়ে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন। সেবার শিরোপাও জিতেছিল তাঁর দল হায়দরাবাদ। এবার কেমন করেন সেটাই দেখার।
মুস্তাফিজ নিউজিল্যান্ড সফর শেষ করে এসেই ভারতে যাবেন। আগামী ৯ এপ্রিল থেকে শুরু হবে এবারের আইপিএল।