আইপিএলে খেলা লঙ্কান ক্রিকেটারদের যা বললেন রানাতুঙ্গা
খুবই খারাপ সময় পার করছে শ্রীলঙ্কা। চরম অর্থনৈতিক এই সঙ্কটের সময় দেশটির মানুষদের পাশে দাঁড়াতে খেলোয়াড়দের পরামর্শ দিয়েছেন সাবেক তারকা ক্রিকেটার অর্জুনা রানাতুঙ্গা। বিশেষ করে যাঁরা আইপিএলে খেলছেন তাঁদের এই পরামর্শ দেন দেশটির বিশ্বকাপ জয়ের এই নায়ক।
সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে রানাতুঙ্গা বলেন, ‘যাঁরা আইপিএলে বিলাসিতা করছে, দেশ নিয়ে তারা একটি কথাও বলেনি। সরকারের বিপক্ষে কথা বলতে ভয় পায় তারা। নিজেদের চাকরি বাঁচানোর চেষ্টা করছে তারা। তাদেরও এগিয়ে আসতে হবে এবং প্রতিবাদে সমর্থন জানিয়ে বক্তব্য দিতে হবে।’
শ্রীলঙ্কার সাবেক তারকা আরও বলেন, ‘আমি জানিনা আইপিএলে কারা খেলছে। আমি চাই, তারা এক সপ্তাহের জন্য আইপিএল ছেড়ে এখানে এসে প্রতিবাদে সামিল হোক।’
এবারের আইপিএলে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা, ভানুকা রাজাপাকসে, দুশমন্ত চামিরা, চামিকা করুণারত্নে ও মহেশ থিকসেনা খেলছেন। কোচিং স্টাফ হিসেবে আছেন কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, মুত্তিয়া মুরালিধরন ও লাসিথ মালিঙ্গা।
এদিকে শ্রীলঙ্কায় বিদ্যুৎ, জরুরি ওষুধ, খাদ্য ও জ্বালানী তেলের চরম সঙ্কট। স্বাধীনতার পর এমন দুরবস্থায় পড়েনি দেশটি। প্রতিদিন অন্তত আধাবেলা করে লোডশেডিং হচ্ছে।
সংকটের প্রতিবাদে শ্রীলঙ্কার লাখ লাখ মানুষ বিক্ষোভ করছেন। প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে এবং তাঁর বড় ভাই ও প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বাণিজ্যিক রাজধানী কলম্বোয় অনেকেই অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।