আইপিএলে ধারাভাষ্যকারের হাস্যকর কাণ্ড ভাইরাল
ভারতের সাবেক ক্রিকেটার রবি শ্রাস্ত্রী যেন আলোচনায় থাকতেই পছন্দ করেন। হাস্যকর সব কর্মকাণ্ডে সব সময় আলোচনায় থাকেন তিনি। আরও একবার আলোচনায় এই সাবেক ক্রিকেটার। তবে এবার ভুল দলের নাম বলে।
গতকাল শনিবার (১ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আইপিএলের চলতি আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স। ওই ম্যাচেই টসের সময় গুজরাট টাইটান্সের নাম বলেতে গিয়ে ভুলবশত নারী আইপিএলের একটি দলের নাম বলে বসেন শাস্ত্রী।
টসের সময় শাস্ত্রী বলেন, ‘২০২৩ সালের আইপিএলে প্রথমবার টস হচ্ছে। গুজরাট জায়ান্টসের হার্দিক পান্ডিয়া, চেন্নাই সুপার কিংসের মহেন্দ্র সিং ধোনি এবং ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ এখানে উপস্থিত আছেন।’
শাস্ত্রীর মুখে ‘গুজরাট জায়ান্টস’ শুনেই সেখানে উপস্থিত গুজরাটের অধিনায়ক হার্দিক পান্ডিয়া মুচকি হেসে ধোনির দিকে তাকান। ধোনির মুখেও দেখা যায় হাসির রেখা। কারণ শাস্ত্রী যে গুজরাট টাইটান্স নয়, বরং নারী আইপিএলের দল গুজরাট জায়ান্টসের নাম বলে ফেলেন। শাস্ত্রীর এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েত সময় লাগেনি।
মেয়েদের আইপিএলেও ধারাভাষ্য দিয়েছেন শাস্ত্রী। সেখানে এত দিন গুজরাটের পর জায়ান্টস বলাই তার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। তাই হয়তো ছেলেদের আইপিএলের শুরুতেই গুজরাট টাইটান্সের জায়গায় গুজরাট জায়ান্টস বলে ফেলেন! ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী ধারাভাষ্যকার হিসেবে খুবই জনপ্রিয়।