আইপিএলে প্রথম সুপার ওভারে জিতল দিল্লি
টস জিতে প্রথমে ব্যাট করে ১৫৯ রান গড়ে দিল্লি ক্যাপিটালস। সংগ্রহটা খুব একটা বড় নয়। এই রান তো টপকাতে পারলই না, জিততে পারল না সুপার ওভারেও। আইপিএলে প্রথম সুপার ওভারে জিতল দিল্লি।
গতকাল রোববার রাতে চেন্নাইতে অনুষ্ঠিত ম্যাচে পৃথ্বী ও পন্তের দারুণ দুটি ইনংসে ভর করে দেড়শ ছাড়ানো ইনিংস গড়ে দিল্লি। পৃথ্বী ৫৩, পন্ত ৩৭, স্মিথ ৩৪ ও ধাওয়ান ২৮ রান করেন।
সিদ্ধার্থ ৪ ওভার বল করে ৩১ রান দিয়ে দুই উইকেট নেন। সমান রান খরচায় রশিদ নেন এক উইকেট।
পরে উইলিয়ামসন অপরাজিত ৬৬ ও বেয়ারস্টো ৩৮ রান করে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। কিন্তু পারেননি, ম্যাচটি টাই হয়। খেলা গড়ায় সুপার ওভারে। সুপার ওভারেও দিল্লি জিতে নেয় ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর
দিল্লি : ২০ ওভারে ১৫৯/৪ (পৃথ্বী ৫৩, ধাওয়ান ২৮, পান্ত ৩৭, স্মিথ ৩৪*; সিদ্ধার্থ ৪-০-৩১-২, শঙ্কর ৩-০-১৯-০, রশিদ ৪-০-৩১-১)।
হায়দরাবাদ: ২০ ওভারে ১৫৯/৭ (ওয়ার্নার ৬, বেয়ারস্টো ৩৮, উইলিয়ামসন ৬৬*, সুচিথ ১৪*; রাবাদা ৩-০-২৫-০, আকসার ৪-০-২৬-২, আভেশ ৪-০-৩৪-৩, মিশ্র ৪-০-৩১-১)।
ফল: দিল্লি ক্যাপিটালস সুপার ওভারে জয়ী।