আইপিএলে মুস্তাফিজের দলের টিম বাসে হামলা
আগামী ২৬ মার্চ মুম্বাইয়ে শুরু হচ্ছে আইপিএল। সব দল সেখানে পৌঁছে গেছে। প্রস্তুতিও শুরু করে দিয়েছে। এরই মধ্যে খারাপ খবর এসেছে, দিল্লি ক্যাপিটালসের টিম বাসে হামলা হয়েছে।
এএনআই নিউজ জানিয়েছে, মুম্বাইয়ে একটি হোটেলের বাইরে দিল্লি ক্যাপিটালসের টিম বাস রাখা ছিল। মঙ্গলবার মধ্যরাতে প্রায় ছয় জন আন্দোলনকারী দিল্লির টিম বাসের সামনের কাঁচে নিজেদের দাবি তুলে পোস্টার লাগিয়ে দেয়। এরপরই ইট ছুড়ে একটি জানালার কাচ ভেঙে দেয়। একই সঙ্গে তাঁদের দাবি নিয়ে স্লোগান দিতে থাকে সবাই।
পরে সঞ্জয় নায়েক বলে একজন আন্দোলনকারী জানিয়েছেন, বাইরে থেকে বাস ভাড়া করে নিয়ে আসা হচ্ছে। অথচ স্থানীয়দের কাজের কোনো সুরাহা করা হচ্ছে না। তাঁদের সুযোগ নষ্ট করা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত মুম্বাই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে যায়। মহারাষ্ট্র নবনির্মাণ সেনা দলের তিন জন আন্দোলনকারীকে আটক করা হয়েছে।
বাংলাদেশি পেসার মুস্তাফিজ রহমান এবার দিল্লির হয়ে খেলবেন। নিলামে তাঁকে ২ কোটি রুপিতে দলে নিয়েছে দিল্লি। তবে সাকিব আল হাসানকে কোনো দল নেয়নি। তিনি অবিক্রিত ছিলেন।
এদিকে মুস্তাফিজ এখন দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দলের সঙ্গে রয়েছেন। আগামী শুক্রবার থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হবে। তিন ম্যাচ সিরিজের বাকি দুটি ওয়ানডে ২০ ও ২৩ মার্চ। ওয়ানডে শেষে শুরু হবে টেস্ট সিরিজ। দুটি টেস্ট হবে ৩১ মার্চ থেকে ৪ এপ্রিল এবং ৮ থেকে ১২ এপ্রিল।