আইপিএলে রোহিতের পর উইলিয়ামসনকে জরিমানা
আইপিএলের শুরুতেই জরিমানার মুখে পড়েন মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মা। স্লো ওভার রেটের কারণে মুম্বাইয়ের প্রথম ম্যাচে রোহিতকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়। রোহিতের পর এবার জরিমানার মুখে পড়লেন নিউজিল্যান্ড তারকা কেইন উইলিয়ামসন। সানরাইজার্স হায়রদাবাদের অধিনায়ক উইলিয়ামসনকেও একই কারণে জরিমানা করা হয়েছে।
রাজস্থান রয়্যালসের কাছে ৬১ রানে হেরেছে সানরাইজার্স হায়রদাবাদ। ওই ম্যাচটিতে হারের ধাক্কা না সামলাতেই ১২ লাখ রুপি জরিমানার মুখে পড়লেন উইলিয়ামসন।
পুনের এমসিএ স্টেডিয়ামে রাজস্থানের বিপক্ষে নির্ধারিত সময়ে বোলিং শেষ করতে পারেনি হায়দরাবাদ। যার জন্য শাস্তির মুখে পড়েন দলটির অধিনায়ক। এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে আইপিএল কর্তৃপক্ষ। আইপিএলের ওভার রেট-সংক্রান্ত আচরণবিধি অনুযায়ী, এটা যেহেতু হায়দরাবাদের প্রথম অপরাধ, তাই ১২ লাখ দিয়েই বেঁচে গেলেন কিউই তারকা। এমন ভুল সামনে হলে এর পরিমাণ আরও বাড়বে।
স্লো ওভার রেট নিয়ে বেশ কড়াকড়ি চলছে আইপিএলে। প্রতি ঘণ্টায় গড়ে প্রায় ১৪ ওভার শেষ করতে হয়। এর বেশি হলেই বিপদে পড়তে হয়। পেতে হয় শাস্তি।
১৫তম আসরের প্রথম অধিনায়ক হিসেবে এই শাস্তি পান রোহিত। মুম্বাই নিজেদের প্রথম ম্যাচে ৪ উইকেটের ব্যবধানে হেরেছে। ওই ম্যাচটিতেই স্লো ওভার রেটের জন্য শাস্তি পান আইপিএলের সফলতম অধিনায়ক।