আইপিএল জিতলে কী করব জানি না : ডি ভিলিয়ার্স
প্রতি আসরেই তারকাঠাসা দল গড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যার নেতৃত্ব দেন এই সময়ের সবচেয়ে বড় ক্রিকেট তারকা বিরাট কোহলি। কিন্তু এত টাকা খরচ করেও প্রাপ্তির খাতা শূন্য। এখনও আইপিএলের শিরোপা ছুঁয়ে দেখা হয়নি বেঙ্গালুরুর। তাই শিরোপা জেতার স্বাদ কেমন হবে সেটা জানেন না দলের ক্রিকেটারেরা। যেমনটা শোনা গেল দলের তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সের মুখে। আইপিএলের ট্রফি জিতলে কী করবেন তা জানেন না এই প্রোটিয়া তারকা।
প্রতিবারের মতো এবারও টাকা খরচ করতে কিপটেমি করেনি বেঙ্গালুরু। ১৪ কোটি ২৫ লাখে কিনেছে গ্লেন ম্যাক্সওয়েলকে। ১৫ কোটি রুপিতে ভিড়িয়েছে কাইল জেমিসনকে। আছেন ডি ভিলিয়ার্স, বিরাট কোহলিদের মতো তারকারা। এমন দল নিয়ে শিরোপার স্বপ্ন দেখতেই পারে দলটি। যদিও সেই স্বপ্ন পূর্ণতা পেলে কী করবেন জানা নেই দলের অন্যতম ক্রিকেটারের।
বেঙ্গালুরুর এক ভিডিও বার্তায় ডি ভিলিয়ার্স বলেন, ‘আমি সত্যিই আইপিএল জিততে চাই। জানি না, সত্যিই জিততে পারলে আমি যে কী করব! জানি ট্রফি জেতা নিয়ে বার বার একই কথা বলে যেতে হচ্ছে আমাদের। হয়তো ঘ্যানঘ্যানেও শোনাচ্ছে। তবে ট্রফি জেতার পরে এমনও হয় যে, পেছনে ফিরে তাকিয়ে মনে হয়, জীবনে আরও কিছু জিনিস রয়েছে সেগুলোও গুরুত্বপূর্ণ। আইপিএলের অংশ হিসেবে আমরা বিশ্বের সবচেয়ে বড় এই টুর্নামেন্টের শিরোপা জিততে চাই এবং এটাই আমাদের লক্ষ্য।’
করোনার কারণে এবারের দলগুলো ঘরের মাঠের সুবিধা পাচ্ছে না খুব একটা। এ ব্যাপারে ডি ভিলিয়ার্স বলেন, ‘আমার মনে হয় নিরপেক্ষ কেন্দ্রে ম্যাচ হচ্ছে বলে অনেক ভারসাম্য তৈরি হবে। সবার জন্যই এক নিয়ম। কারও ঘরের মাঠে খেলার সুবিধা বলে কিছু নেই। এর ফলে বিভিন্ন পরিবেশে মানিয়ে নেওয়ার বিষয়টা পরীক্ষিত হবে। যত ম্যাচ হবে, তত পরিবেশ, পরিস্থিতি পাল্টাতে থাকবে আর দলগুলোকে সবকিছু মানিয়ে নিতে হবে। উইকেট পুরোনো হতে থাকবে, একই মাঠে একটা অন্য প্রতিপক্ষকে খেলতে হবে। ব্যাপারটা আকর্ষণীয়, তবে একটা জিনিস ভুললে চলবে না। সবার জন্যই কিন্তু একই নিয়ম।’