আইপিএল নিয়ে যে কারণে মাথাব্যথা নেই মাশরাফীর
আইপিএলে প্রথমবার খেলতে গিয়েছেন লিটন দাস। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে বেশ উন্মুখ হয়ে আছেন বাংলাদেশি এই ব্যাটার। লিটন যাওয়ার পর থেকে তাকে নিয়ে ‘সামাজিক যোগাযোগমাধ্যমে’ উচ্ছ্বাসের কমতি নেই কলকাতারও। বাংলাদেশের মানুষরাও অপেক্ষায় কখন মাঠে নামবে লিটন। তবে, বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা বলছেন, আইপিএলে লিটনের খেলা নিয়ে মাথাব্যথা নেই তার।
আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) শেরেবাংলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাশরাফী বলেন, ‘লিটন আইপিএলে গিয়েছে, তা ভালো। কিন্তু ওরা তো আমাদের খেলায় না। বাংলাদেশের একটা বড় ফ্যানবেজ আছে, সোশ্যাল মিডিয়ার ব্যাপার আছে। আরও অনেক কিছুই আছে।’
মুস্তাফিজকেও চাটার্ড ফ্লাইটে উড়িয়ে নিয়ে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস, কিন্তু খেলিয়েছে তিন ম্যাচ পর। মাশরাফী সেই বিষয়ে কথা তুলে বলেন, ‘মুস্তাফিজকেও তো ওরা চাটার্ড ফ্লাইটে উড়িয়ে নিয়েছে, কিন্তু খেলাচ্ছে না তো। এজন্য আইপিএল নিয়ে আমার মাথাব্যথা নেই।’
বাংলাদেশের খেলোয়াড়দের যোগ্যতা থাকলেও কেন যেন বরাবরই আইপিএলে উপেক্ষিত থাকেন। অবশ্য মাঠের খেলায় যতটা উপেক্ষিত, মাঠের বাইরে বাংলাদেশি খেলোয়াড়রা নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজিদের সোশ্যাল মিডিয়ার বড় হাতিয়ার।
মাশরাফীও এই তেঁতো সত্যটা তুলে ধরেছেন। বুঝিয়েছেন, কেন আইপিএল নিয়ে তার মাথাব্যথা নেই।