আইরিশদের দাপট থামিয়ে প্রথম সেশন বাংলাদেশের
ঢাকা টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। দিনের শুরুতে আয়ারল্যান্ডকে দ্রুত থামানোর পর ব্যাটিংয়ে নেমেও জয়ের কাছাকাছি পৌঁছে গেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে এই টেস্টের জয়ের জন্য মাত্র ৪৯ রানে পিছিয়ে থেকে লাঞ্চ বিরতিতে গিয়েছে সাকিব আল হাসানের দল।
ঢাকা টেস্টের তৃতীয় দিন বাংলাদেশকে ভুগিয়েছিল আয়ারল্যান্ড। পুরো দিন মিলিয়েও আয়ারল্যান্ডকে অলআউট করতে পারেনি বাংলাদেশ। অবশেষে চতুর্থ দিনের শুরুতে এসে আইরিশদের থামাতে পেরেছে স্বাগতিকরা। ফলে, এই টেস্টে জিততে বাংলাদেশের সামনে লক্ষ্য পড়ে ১৩৮ রানের।
এই লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম সেশন শেষে স্কোরবোর্ডে দুই উইকেটে ৮৯ রান তুলেছে বাংলাদেশ। উইকেটে অপরাজিত আছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। এরই মধ্যে ২৩ রান করে সাজঘরে ফিরেছেন লিটন দাস। প্রথম ইনিংসে ব্যর্থ হওয়া শান্ত এই ইনিংসেও ৪ রানে আউট হন।
আজ শুক্রবার (৭ এপ্রিল) চতুর্থ দিনের শুরুটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। দিনের ৩৭ মিনিটের মধ্যে আইরিশদের বাকি দুই উইকেট তুলে নিয়ে ২৯২ রানে অলআউট করেছে। দুটি উইকেটই নিয়েছেন ইবাদত হোসেন। ১৩৭ রানে পিছিয়ে থেকে জয়ের জন্য মাঠে নামে সাকিব আল হাসানের দল।
গতকাল বৃহস্পতিবার (৬ এপ্রিল) টেস্টের তৃতীয় দিন শেষে আইরিশদের সংগ্রহ ছিল ৮ উইকেটে ২৮৬ রান। দিন শেষে উইকেটে অপরাজিত ছিলেন অ্যান্ডি ম্যাকব্রেইন (৭১) ও গ্রাহাম হিউম (৯)। গতকাল ১৩১ রানের লিড পাওয়া আয়ারল্যান্ড আজ আর ইনিংস বড় করতে পারেনি। থেমে যায় ২৯২ রানে।
এর আগে টেস্টের প্রথম দিন টস জিতে আগে ব্যাট করে ৬২.২ ওভারে স্কোরবোর্ডে ২১৪ রান তোলে আয়ারল্যান্ড। বিপরীতে শেষ বিকেলে খেলতে নেম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৪ রান নিয়ে দিন শেষ করে বাংলাদেশ।
এরপর দ্বিতীয় দিনের শেষ সেশনে এনে প্রথম ইনিংসে ৩৬৯ রানে থামে বাংলাদেশ। স্বাগতিকদের লিড দাঁড়ায় ১৫৫ রানে।