আইরিশদের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
শক্তি-সামর্থ্য, কিংবা পরিসংখ্যান—সব বিবেচনায় আয়ারল্যান্ড থেকে ঢের এগিয়ে বাংলাদেশ। দেশের মাটিতে সর্বশেষ সিরিজেও দাপট দেখিয়েছে বাংলাদেশ। এবার খেলা ইংল্যান্ডের মাটিতে। আইরিশদের চেনা কন্ডিশন। সেসব নিয়ে ভাবছে না বদলে যাওয়া বাংলাদেশ। লক্ষ্য একটাই, আবারও আইরিশবধ। সেই লক্ষ্যে আইরিশদের বিপক্ষে মাঠে নেমেছে তামিম ইকবালের দল।
আজ মঙ্গলবার (৯ মে) তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের চেমসফোর্ডের কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতেছে আয়ারল্যান্ড। টসে হেরে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ।
বিশ্বকাপের সুপার লিগের সিরিজটি সম্প্রচার নিয়ে বেশ অনিশ্চয়তা সৃষ্টি হয়। অবশেষে সব অনিশ্চয়তা কেটে গেছে। জানা যায়, বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির ডিজিটাল প্ল্যাটফর্ম আইসিসি টিভিতেই দেখা যাবে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ। নিজেদের ব্যক্তিগত ইমেইল আইডির মাধ্যমে আইসিসি ফ্যান অ্যাকাউন্ট খুলে তিন ম্যাচের এই সিরিজ দেখতে পারবেন যে কোনো দর্শক।
এবারের সিরিজটা অন্য যেকোনো সিরিজ থেকে বাংলাদেশের জন্য বেশি চ্যালেঞ্জিং। কারণ এই প্রথম এতো কম প্রস্তুতি নিয়ে মাঠে নামতে হচ্ছে তামিমের দলকে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে অনেকটা আগেই ইংল্যান্ড গিয়েছিল বাংলাদেশ। তাতে অবশ্য খুব বেশি লাভ হয়নি। কারণ, টানা বৃষ্টির কারণে প্রস্তুতি ম্যাচের পাশাপাশি পণ্ড হয়েছে বেশ ক’টি অনুশীলন সেশন।
পরিস্থিতি যখন এই, তখন সিরিজ শুরুর আগে প্রস্তুতির দুশ্চিন্তা মাথাচাড়া দিচ্ছে। কিন্তু অধিনায়ক তামিম ইকবাল সেটা নিয়ে অত ভাবছেন না। বরং মানসিকভাবে চাঙ্গা হয়ে আইরিশ পরীক্ষায় সফল হতে চান বাংলাদেশ অধিনায়ক।
আইরিশদের বিপক্ষে প্রথম ম্যাচটির আগে প্রস্তুতি নিয়ে অধিনায়ক বলেছেন, ‘আমরা যদি সব সেশন ওখানে অনুশীলন করতাম তাহলে হয়তো ব্যাপারটা অন্য রকম হতো। জিনিসগুলো আমাদেরকে দেওয়া হয়নি, কারণ ওখানে খুব সম্ভবত কাউন্টি চ্যাম্পিয়নশিপের একটা খেলা চলছে। এগুলো তো আমি একজন ক্রিকেটার কিংবা অধিনায়ক বা আমাদের কোনো প্লেয়ারের নিয়ন্ত্রণে নাই। এগুলো নিয়ে না ভেবে ৯ তারিখ আমাদের একটা গুরুত্বপূর্ণ খেলা আছে ওটার জন্য আমরা মানসিকভাবে যতটুকু প্রস্তুতি নিতে পারি। সবাই কম-বেশি খেলার মধ্যেই আছে। আমি নিশ্চিত মানসিকভাবে আমরা যতটা প্রস্তুত হব, ওটাই আমাদের সহায়তা করবে।’
সূচি অনুযায়ী সিরিজের বাকি দুই ম্যাচ ১২ ও ১৪ মে। কিছুদিন আগে বাংলাদেশে শেষ হওয়া সিরিজটি আইসিসি সুপার লিগের অন্তর্ভুক্ত না থাকলেও ইংল্যান্ডে হতে যাওয়া সিরিজটি সুপার লিগের অন্তর্ভুক্ত। সিরিজটি বাংলাদেশের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ আইরিশদের জন্য। কারণ এই সিরিজে বাংলাদেশকে তিন ম্যাচেই হারাতে পারলে সরাসরি বিশ্বকাপে খেলার আশা বেঁচে থাকবে আয়ারল্যান্ডের। অন্যদিকে বাংলাদেশের সরাসরি বিশ্বকাপে খেলার টিকেট নিশ্চিত হয়ে যাওয়াতে ওই চিন্তায় পড়তে হচ্ছে না। সুতরাং, চাপহীন থেকেই আইরিশ পরীক্ষায় লড়বে তামিম ইকবালের দল।
বাংলাদেশ স্কোয়াড
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, ইয়াসির আলি, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী।