আইরিশদের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রথম ম্যাচে রেকর্ডগড়া জয়। আয়ারল্যান্ডকে এক প্রকার উড়িয়েই দিয়েছে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে দুর্দান্ত জয়ের পর এবার সিরিজ জয়ে চোখ তামিমের দলের। সেই লক্ষ্যে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমেছে হাথুরুসিংহের শিষ্যরা।
আজ সোমবার (২০ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি। প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও বাংলাদেশ একাদশে এসেছে পরিবর্তন। পেসার মুস্তাফিজের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন হাসান মাহমুদ।
বাংলাদেশ দলের মধ্যে চলছে পালাবদলের হাওয়া কিংবা নতুনত্বের ছোঁয়া। চন্ডিকা হাথুরুসিংহের ফেরার পর থেকেই চলছে কাটাছেড়া। নতুন করে ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন তাওহিদ হৃদয় এবং রনি তালুকদার। যদিও প্রথম ওয়ানডেতে অভিষেক হয়ে গেছে তাওহিদের। আর সেই ম্যাচেই ব্যাট হাতে ছড়িয়েছেন আলো, ৯২ রান করে জিতে নিয়েছিলেন ম্যাচ সেরার পুরস্কার।
প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে হারলেও দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে মরিয়া আইরিশরা। অন্যদিকে সিরিজ নিশ্চিত করতে চায় স্বাগতিকরা। সবমিলিয়ে জমজমাট এক লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, ইয়াসির আলী রাব্বি, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ , এবাদত হোসেন ও নাসুম আহমেদ।
আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), পল স্টার্লিং, স্টিফেন ডেহোনি, ম্যাথিউ হামফ্রেস, হ্যারি ট্যাক্টর, লোরকান ট্রাকার (উইকেটরক্ষক), জর্জ ডকরেল, কার্টিস ক্যাম্পার, অ্যান্ডি ম্যাকব্রাইন, মার্ক অ্যাডাইর ও গ্রাহাম হিউম।