আইরিশদের সাবধানী শুরু, উইকেটের খোঁজে বাংলাদেশ
আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের তৃতীয় দিন মাঠে নেমেছে বাংলাদেশ। ২৭ রানে ৪ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন নিজেদের দ্বিতীয় ইনিংস শেষ করে আয়ারল্যান্ড। সাকিব আল হাসান ও তাইজুল ইসলামের ঘূর্ণিতে শেষ বিকেলে দিশেহারা আইরিশদের পক্ষে ৮ রান নিয়ে হ্যারি টেক্টর ও ১০ রান নিয়ে পিটার মুর তৃতীয় দিন শুরু করেন। ৩০ ওভার শেষে তাদের সংগ্রহ ৪ উইকেটে ৪৭ রান। বাংলাদেশ থেকে এখনও পিছিয়ে আছে ১০৮ রানে।
দ্বিতীয় দিনের মতো তৃতীয় দিনের শুরুতেও বল হাতে তুলে নেন সাকিব আল হাসান। দুই প্রান্তে সাকিব ও তাইজুলকে দেখেশুনে খেলে আইরিশ ব্যাটাররা। ২১তম ওভারে তাইজুলের বলে ছয় মারেন টেক্টর। এর আগে-পরে টেক্টর ও মুর মিলে পরে দুই বাঁহাতি স্পিনারকে বেশ দেখেশুনে খেলেন। সাকিব-তাইজুল মিলে ৬ ওভার করার পর বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। তাকেও বেশ সাবধানেই খেলছে আইরিশরা।
২২.৩ ওভারে তাইজুলের নিচু হয়ে যাওয়া বল মিস করেন মুর। অল্পের জন্য বেঁচে যান তিনি। পরের বলেই চার মেরে নার্ভাসনেস দূর করেন এই আইরিশ ব্যাটার।
মুর-টেক্টর জুটি ইতোমধ্যে ক্রিজে কাটিয়ে দিয়ে ১০০-র বেশি বল। তৃতীয় দিনে ১৩ ওভার পরেও উইকেট তুলতে পারেনি বাংলাদেশ। এই সময়ে আইরিশরা তুলেছে ২০ রান। অবিচ্ছিন্ন জুটি নিয়ে ব্যাট করছেন মুর-টেক্টর জুটি।
এর আগে টেস্টের প্রথম দিন মিরপুরে আগে ব্যাট করে ২১৪ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। শেষ বিকেলে খেলতে নেমে ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৪ রান তোলে বাংলাদেশ।
কাল দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ব্যাট করে ৮০.৩ ওভারে স্কোরবোর্ডে ৩৬৯ রান তোলে বাংলাদেশ। স্বাগতিকদের থেকে ১৫৫ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে আইরিশরা।