আইসিসির আয়ের ৩৮ ভাগ পাবে ভারত, কত পাচ্ছে বাংলাদেশ?
বিশ্ব ক্রিকেটে ভারতের আধিপত্যের কথা কার না জানা! ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে তারা যেমন সবচেয়ে বেশি আর্থিক সহায়তা দেয়, তেমনি পায়ও সবচেয়ে বেশি। তবে, এবারের অঙ্কটা চোখ কপালে তোলার মতো। আগামী চার বছর আইসিসির কাছ থেকে কোন দল কত টাকা পাবে, তা জানা গেছে আজ অনুষ্ঠিত আইসিসির আর্থিক সভায়। সভায় রাজস্ব বন্টনের বিষয় নির্ধারিত হয়। প্রতিবছর আইসিসি থেকে প্রায় ২৫শ কোটি টাকা করে পাবে ভারত। যা বাকি সব দলের ধরাছোঁয়ার বাইরে।
আজ বুধবার (১০ মে) ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর একটি প্রতিবেদন অনুসারে জানা যায়, আইসিসি প্রতি বছর প্রায় ৬০০ মিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আদায় করবে বিভিন্ন খাত থেকে। যার ৩৮.৫ শতাংশ বা ২৩০ মিলিয়ন মার্কিন ডলার পাবে ভারত। এরপর দ্বিতীয় স্থানে আছে তিন মোড়লের আরেক দল ইংল্যান্ড। তারা পাবে ৬.৮৯ শতাংশ বা ৪১.৩৩ মিলিয়ন মার্কিন ডলার। এরপর পাবে তিন মোড়লের সর্বশেষ দেশ অস্ট্রেলিয়া। তাদেরকে আইসিসি বছরে দেবে ৬.২৫ শতাংশ বা ৩৭.৫৩ মিলিয়ন মার্কিন ডলার।
তালিকায় অর্থপ্রাপ্তির দিক দিয়ে বাংলাদেশ আছে অষ্টম স্থানে। আইসিসির এই আয় থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) প্রতিবছর দেওয়া হবে ৪.৪৬ শতাংশ বা ২৬.৭৪ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৯০ কোটি টাকা।
এছাড়া, কেবল মিডিয়া স্বত্ব থেকে এ সময়ে আইসিসির আয় আসবে ৩.২ বিলিয়ন মার্কিন ডলার। প্রথমবারের মতো পাঁচটি আলাদা অঞ্চলে নিজেদের মিডিয়া স্বত্ব বিক্রি করছে আইসিসি। যেখানে চার বছরের জন্য ভারতের ডিজনি স্টার একাই দিচ্ছে ৩ বিলিয়ন মার্কিন ডলার।