আইসিসির মাস সেরার তালিকায় সাকিব
জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রেখেছিলেন সাকিব আল হাসান। সেই পারফরম্যান্স দিয়েই আইসিসির জুলাই মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
আজ রোববার এক সংবাদ বিবৃতিতে খবরটি জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। সাকিবের সঙ্গে জুলাই মাসের ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’-এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়ালশ।
নারী বিভাগে মনোনীত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হ্যালি ম্যাথুজ, স্টাফানি টেলর ও পাকিস্তানের ফাতিমা সানা।
নারী ও পুরুষ ক্রিকেটারদের প্রতিমাসের পারফরম্যান্স বিবেচনায় এই পুরস্কার দিয়ে থাকে আইসিসি। আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাস সেরা ক্রিকেটার। ভোটিং একাডেমিতে আছেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা। তারা ভোট দেন ই-মেইলে। আর আইসিসির নিবন্ধিত সমর্থকদের ভোট দিতে হয় আইসিসির ওয়েবসাইটে। এর মধ্যে ভোটিং একাডেমির ভোট নেওয়া হয় ৯০ ভাগ, আর সমর্থকদের ভোট থেকে নেওয়া ১০ ভাগ।
জুলাই মাসে জিম্বাবুয়েতে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। টেস্টে ব্যাট হাতে উজ্জ্বল না হলেও বল হাতে ৫ উইকেট নিয়ে বড় ভূমিকা রাখেন সাকিব।
এ ছাড়া দ্বিতীয় ওয়ানডেতে সাকিবই জিতিয়েছেন বাংলাদেশকে। ওই ম্যাচে ৯৬ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন বিশ্বসেরা অলরাউন্ডার।
দারুণ বোলিংয়ে সিরিজের সর্বোচ্চ ৮ উইকেট নিয়েছেন তিনি। এক ম্যাচে নেন পাঁচটি। সবমিলিয়ে ওয়ানডে সিরিজে তিন ম্যাচে রান করেছেন ১৪৫, উইকেট নিয়েছেন ৮টি। এ ছাড়া ব্যাটে-বলে ভূমিকা রেখে সিরিজ সেরার পুরস্কার জেতেন বিশ্বসেরা অলরাউন্ডার।
এই পারফরম্যান্স দিয়ে সেরা তিনজনের মধ্যে জায়গা করে নেন সাকিব। এবার বাকি দুজনকে টপকে সেরা হতে পারেন কি না সেটাই দেখার। আগামী সোমবার সেরা খেলোয়াড়ের নাম প্রকাশ করবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।