আইসিসির সেরা ক্রিকেটার হয়ে উচ্ছ্বসিত মুশফিক
আইসিসির মে মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার জেতেন তিনি। আর এই পুরস্কার জিতে উচ্ছ্বসিত বাংলাদেশ দলের অন্যতম নির্ভরযোগ্য এই ব্যাটসম্যান।
এক ভিডিও বার্তায় আইসিসি ও সমর্থকদের ধন্যবাদ জানিয়ে মুশফিক বলেন, ‘প্রথমে আইসিসিকে ধন্যবাদ, আমাকে মে মাসের জন্য মনোনয়ন দেওয়ার জন্য। তার চেয়ে বেশি ধন্যবাদ তাদের, যারা আমাকে ভোট দিয়েছেন। আমি মনে করি, এটা শুধু আমাকে নয়, বাংলাদেশকে আপনারা জিতিয়েছেন। এখন আমি চেষ্টা করব সারা বছর জুড়ে যেন আমার এই ধারাবাহিক পারফরম্যান্স বজায় থাকে। বাংলাদেশকে যেন আমি আরও অনেক ভালো ইনিংস, ম্যাচ জেতানো ইনিংস উপহার দিতে পারি।’
পাকিস্তানের হাসান আলী ও শ্রীলঙ্কার প্রভিন জয়াবিক্রমাকে হারিয়ে এই পুরস্কার জেতেন মুশফিক। আজ সোমবার এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে আইসিসি। মুশফিকের পাশাপশি নারী ক্রিকেটারদের মধ্যে মাসসেরা ক্রিকেটার হয়েছেন স্কটল্যান্ডের ক্যাথেরিন ব্রায়েস।
সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে ব্যাট হাতে দারুণ খেলেছিলেন মুশফিক। এক সেঞ্চুরিসহ সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। অসাধারণ পারফরম্যান্সে গত সপ্তাহে ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’-এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নেন উইকেটকিপার এই ব্যাটসম্যান।
গত মাসে নিজেদের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জেতে বাংলাদেশ। এবারই প্রথম লঙ্কানদের বিপক্ষে সিরিজ জয়ের রেকর্ড গড়ে লাল-সবুজের দল। এই সিরিজ জয়ে বড় অবদান রেখেছেন মুশফিক। জয় পাওয়া দুই ম্যাচেই বাংলাদেশের ব্যাটিংয়ের ঢাল হয়ে ছিলেন তিনি। প্রথমটিতে খেলেছেন ৮৪ রানের ইনিংস। দ্বিতীয় ম্যাচে খেলেন ১২৫ রানের ইনিংস। ফলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। আর দুটিতেই ম্যাচসেরা হন মুশফিক।