আইসিসি র্যাঙ্কিংয়ে পিছিয়ে গেলেন কোহলি
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের সুবাদে আইসিসির দলগত টেস্ট র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ভারতের। অস্ট্রেলিয়াকে টপকে ভারত দ্বিতীয় স্থানে উঠে এসেছে। তবে ব্যক্তিগত র্যাঙ্কিংয়ে ভারতীয় খেলোয়াড়দের খুব একটা উন্নতি হয়নি। বরং টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে অধিনায়ক বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানে পিছিয়ে গেছেন।
কোহলি অ্যাডিলেড টেস্ট খেলার পরই দেশে ফেরে যান। তাই টেস্ট সিরিজে ভালো কিছু করতে পারেননি। অবশ্য মার্নাস ল্যাবুশান টেস্ট সিরিজে বেশ ধারাবাহিক ছিলেন। তাই কোহলিকে টপকে টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় তিন নম্বরে উঠে আসেন তিনি। কোহলি চার নম্বরে নেমে গেছেন।
আজিঙ্কা রাহানে অধিনায়ক হিসেবে সফল হলেও মেলবোর্নের সেঞ্চুরি ছাড়া টেস্ট সিরিজে বড় সংগ্রহ নেই তাঁর। তাই পিছিয়ে গেছেন দুই ধাপ। সপ্তম থেকে পিছিয়ে নবম স্থানে নেমে গেছেন আজিঙ্কা। চেতেশ্বর পূজারা এক ধাপ উপরে উঠে সাত নম্বরে অবস্থান করছেন।
শেষ টেস্টে অপরাজিত ৮৯ রানের ইনিংস খেলে ঋষভ পন্ত ক্যারিয়ারের সেরা টেস্ট র্যাঙ্কিংয়ে পৌঁছে গেছেন। তিনি ব্যাটসম্যানদের তালিকার ১৩ নম্বরে রয়েছেন। উইকেটকিপারদের মধ্যে তিনিই সবার উপরে রয়েছেন। কুইন্টন ডি'কক রয়েছেন ১৫ নম্বরে।
কেন উইলিয়ামসন ও স্টিভ স্মিথ রয়েছেন ব্যাটসম্যানদের তালিকার এক ও দুই নম্বরে। গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করে জো রুটে ছয়ধাপ উন্নতি হয়েছে।
বোলারদের তালিকায় এক ধাপ উপরে উঠেছেন অশ্বিন ও বুমরাহ। আপাতত দুজন রয়েছেন অষ্টম ও নবম স্থানে। কামিন্স শীর্ষে রয়েছেন।
অল-রাউন্ডারদের তালিকাতেও এক ধাপ উঠে এসেছেন অশ্বিন। তিনি সাত থেকে উঠে ছয় নম্বরে অবস্থান করছেন। রবীন্দ্র জাদেজা পিছিয়ে গিয়েছেন এক ধাপ। তিনি রয়েছেন তিন নম্বরে।