আগামী আইপিএলেও চেন্নাইকে নেতৃত্ব দেবেন ধোনি
আইপিএলের এবারের আসর মোটেই ভালো কাটেনি চেন্নাই সুপার কিংসের। দলটির সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পরিবর্তে টুর্নামেন্টের শুরুতে নেতৃত্বের ভার দেওয়া হয় রবিন্দ্র জাদেজাকে। কিন্তু নতুন অধিনায়ক দলকে সাফল্য এনে দেওয়া তো দূরে উল্টো বাজে পারফরম্যান্সে ডু্বেছে চেন্নাই। শেষ দিকে ফের নেতৃত্ব আসে ধোনির ওপর। কিন্তু ততক্ষণে চেন্নাইয়ের টিকে থাকার আশা অনেকটা শেষের পথেই ছিল বলে পরিস্থিতি বদলাতে পারেননি ধোনি।
হতাশার টুর্নামেন্ট শেষে অবশ্য চেন্নাই ভক্তদের দারুণ এক বার্তা দিয়েছেন ধোনি। জানিয়েছেন, আগামী আইপিএলেও চেন্নাইয়ের হয়ে খেলবেন তিনি। এ ছাড়া ২০২৩ সালের আইপিএলে চেন্নাইকে নেতৃত্ব দিতে পারেন ভারতের সাবেক এই ক্রিকেটার।
ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুসারে, স্টার স্পোর্টসে ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার ইয়ান বিশপের সঙ্গে আলাপে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন ধোনি।
সেখানে আগামী আসলে খেলার প্রসঙ্গ আসলে ধোনি জবাব দেন, ‘অবশ্যই (আগামী আসরে খেলব)। কারণটা সহজ। চেন্নাইয়ে না খেলে বিদায় নেওয়াটা ঠিক হবে না। মুম্বাই এমন একটি জায়গা, যেখানে দল ও ব্যক্তি হিসেবে আমি অনেক ভালোবাসা পেয়েছি। কিন্তু সিএসকে ভক্তদের জন্য এটা (মুম্বাইয়ের ঘরের মাঠে বিদায় বলে দেওয়া) ভালো হবে না। এছাড়া আশা করি, আগামী বছর দলগুলোর ভ্রমণের সুযোগ থাকবে (হোম-অ্যাওয়ে ম্যাচ), ভিন্ন ভিন্ন ভেন্যুতে গিয়ে আমাদের খেলতে হবে, তাহলে বিভিন্ন জায়গায় গিয়ে সবাইকে বিদায় বলা যাবে।’
তবে আগামী আসরই শেষ আসর কি না সেটা এই মুহূর্তে নিশ্চিত করতে পারছেন না ধোনি, ‘২০২৩ আমার শেষ বছর হবে কি-না, বড় একটি প্রশ্ন এটা। কারণ আমরা দুই বছর পরের কিছু সম্পর্কে সত্যিই ভবিষ্যদ্বাণী করতে পারি না। তবে অবশ্যই আমি পরের বছর শক্তভাবে ফিরে আসার জন্য কঠোর পরিশ্রম করব।’
অধিনায়কত্ব নিয়ে অবশ্য সরাসরি কিছু বলেননি ধোনি। তবে ইএসপিএনক্রিকইনফো প্রতিবেদনে জানানো হয়, আগামী আসরেও চেন্নাইকে নেতৃত্ব দেবেন ভারতের সাবেক এই ক্রিকেটার।